ভারত-পাকিস্তান সীমান্তে পাঁচস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে দিল্লি
ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে পাঁচস্তরীয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে ভারত। দুই দেশের মধ্যে সীমান্ত সিল করতে দীর্ঘ ২৯০০ কিলোমিটার সীমান্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্বাধীনতার পরে এই প্রথম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের পশ্চিম সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
গোটা সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা ধরে একনাগাড়ে নজরদারি চালাতে উচ্চপ্রযুক্তি সম্পন্ন সিসিটিভি ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, থারমাল ইমেজ, যুদ্ধ ক্ষেত্রে নজরদারি চালানোর রাডার, মাটির নীচে টানেলে নজরদারি সেন্সর, লেসার দেওয়াল ইত্যাদি বসানো হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু পাঁচস্তরীয় নিরাপত্তা পর্যবেক্ষণ প্রকল্পের অনুমোদনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভারত-পাকিস্তান সীমান্তে কিছু এমন জায়গা রয়েছে যেখান দিয়ে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এসব স্থানে পরিপূর্ণ নিরাপত্তা দেয়া সরকারের কাজ। এজন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, থারমাল ইমেজ, ভূগর্ভস্থ মনিটারিং সেন্সর ইত্যাদি।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এতগুলো ব্যবস্থা গ্রহণের কারণ হচ্ছে- কোনো একটি ব্যবস্থা কাজ না করলে অন্য উপকরণের মাধ্যমে যাতে কন্ট্রোল রুমে অনুপ্রবেশ সংক্রান্ত খবর পৌঁছায়। জম্মু-কাশ্মিরের পাহাড়ি এবং নদী এলাকা থেকে শুরু করে গুজরাট পর্যন্ত ১৩০ টি এমন স্থান রয়েছে যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। এই এলাকা দিয়ে সবচেয়ে বেশি পেরিয়ে সন্ত্রাসী এবং চোরাচালানকারীরা অনুপ্রবেশ করে থাকে। এসব এলাকাতে লেসার দেওয়াল বসানো হবে।
কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম–এর এক কর্মকর্তা বলেন, পাঠানকোটের মতো হামলা, অনুপ্রবেশ এবং চোরাচালানের মতো ঘটনা বন্ধ করতে এটাই একমাত্র উপায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন