ভারত-পাক সিরিজ বাতিল?

সম্ভবত বাতিলই হতে চলেছে বহু প্রতিক্ষিত ভারত-পাক ক্রিকেট সিরিজ। পাক বোর্ড এবং পাক সরকার সম্মতি দিলেও সিরিজে সম্মতির বিষয়টি এখনও পর্যন্ত ঝুলিয়েই রেখেছে কেন্দ্র। সূত্রের খবর, প্রতিবেশী দেশের সঙ্গে চলতি সম্পর্কের আবহে ক্রিকেট সিরিজে সম্মতি দিতে নারাজ কেন্দ্র। এমনকী তৃতীয় দেশেও সিরিজে সম্মতি দিতে চাইছে না সরকার।
বিসিসিআইয়ের এক কর্তার মতে, “ভারত এখনই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলুক, তা চাইছে না আম জনতা। আর সেই কারণেই সম্ভবত সিরিজে সকম্মতি দিতে চাইছে না কেন্দ্র। আর তা ছাড়া আমরা বহু দিন আগেই কেন্দ্রের সম্মতি চেয়েছি। তা দেওয়ার হলে এত দিন দিয়েই দিত কেন্দ্র। এখন সম্মতি দিলেও এত কম সময়ের মধ্যে সব কিছু প্রস্তুত করা মুশকিল।”
সিরিজ নিয়ে যে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, তা জানিয়েছেন বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুরও। ফলে ভারত-পাক সিরিজ আপাতত বিশ বাঁও জলে বলেই মনে করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন