শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত-বাংলার সীমান্ত সমস্যা সমাধান হলো

ঢাকা: দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে। বৃটেনের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার মানচিত্রাঙ্কনে বেশ কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিকে বার্লিন পতনের সঙ্গে তুলনা করেছেন মোদি। কিন্তু ছিটমহল নিয়ে ঐকমত্যে পৌঁছা এক জিনিস, আর দুদেশের মধ্যে অবাধ যাতায়াত সমপূর্ণ ভিন্ন জিনিস।

তবে বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে ভারতের সীমান্তের যে ব্যাপ্তি, তার চেয়ে অদ্ভুত খুব কমই আছে। ১৯৪৭ সালে দেশভাগের পর, বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। তখন থেকেই সীমান্তের উভয় পাশে ১৬২টি খণ্ড খণ্ড জমি, যেগুলো বস্তুত সীমান্তের অপর পাশের দেশটির মালিকানাধীন।

৬ই জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ওই অসঙ্গতি এখন সমাধানের পথে। ওই ছিটমহলগুলো দেশভাগের আগেও যার যার জায়গায় ছিল। কথিত রয়েছে, কয়েক শতাব্দী আগে ২ মহারাজার মধ্যে দাবা খেলার ফলেই ওই ছিটমহলগুলোর সৃষ্টি। মহারাজদ্বয়ের দাবা খেলার বাজি ছিল জমির টুকরোগুলো।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরির ব্রেন্ডন হোয়াইট অবশ্য বিশ্বাস করেন, বৃটিশদের আবির্ভাবের আগে ১৮ শতাব্দীর দিকে কোচবিহারের মহারাজা ও মোগল সাম্রাজ্যের মধ্যে কয়েকটি চুক্তির ফলে জন্ম হয়েছে ছিটমহলগুলোর। বিশ্বের মধ্যে একমাত্র ওই অঞ্চলেই পাল্টাপাল্টি ছিটমহলের (কাউন্টার-কাউন্টার এনক্লেভ) অস্তিত্ব রয়েছে। বাংলাদেশী ভূখণ্ডের মধ্যে এক খণ্ড ভারত অর্থাৎ বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল। আবার একইভাবে ভারতীয় ভূখণ্ডের মধ্যে রয়েছে বাংলাদেশী ছিটমহল।

মোদি বিমান থেকে অবতরণের পর হাসিনা তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হন। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র বলে পরিচিত ভারতের নেতার কাছ থেকে অনুমোদনের দলিল গ্রহণের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সফরের সময় মোদি ২০টির মতো অন্যান্য চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে সীমান্ত পেরিয়ে বাস সেবা, জ্বালানি খাতে বিনিয়োগসহ আরও অনেক কিছু।

১৯৭১ সালে পাকিস্তান ভেঙ্গে স্বাধীনতা প্রাপ্তিতে সাহায্য করার জন্য ভারতকে বাংলাদেশে একসময় সাদরে গ্রহণ করা হতো। কিন্তু এরপর থেকে অনেক বাংলাদেশী দেশটিকে কতৃত্বপরায়ণ, এমনকি বিদ্বেষী বিমাতা হিসেবে বিবেচনা করে। মোদির সফরের উদ্দেশ্য ছিল, এটা দেখানো যে, ভূখণ্ড, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ও অবৈধ অভিবাসন নিয়ে বিরোধ জিইয়ে রাখার বদলে আরও বাণিজ্য ও আস্থার মাধ্যমে দুদেশের সমপর্ক নতুন মাত্রায় পৌঁছেছে।

বহু দশকের দ্বিধার পর, উভয় দেশ নিজেদের মধ্যকার সীমান্তের উদ্ভট সমস্যা দূর করতে পেরেছে। এখন পর্যন্ত, ছিটমহলে বসবাসকারী ৫০ হাজার মানুষ কার্যত রাষ্ট্রহীন। তারা এমন কিছ ভূখণ্ডের বাসিন্দা, যেখানে নেই কোন বিদ্যালয়, হাসপাতাল বা আদালত। এখন তাদের যে কোন এক দেশের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়া হবে। সঙ্গে রয়েছে নাগরিকত্বসহ মৌলিক সুবিধাদি। পুরো চুক্তিটি হংকং দ্বীপের অর্ধেক অর্থাৎ ৪০ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট অঞ্চলকে নিয়ে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন

সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি

মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন

রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন

  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
  • আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
  • জাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল
  • অবসরের চার বছর পর আইজিপি হলেন বাহারুল আলম
  • ধর্ম উপদেষ্টা: ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়
  • ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহারে সংকটাপন্ন ব্যাংকগুলোর ক্ষতি ১,৬৬৪ কোটি টাকা
  • আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা