শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত যাচ্ছেন ১৮ অ্যাথলেট তিন সপ্তাহের ট্রেনিংয়ে

জুলাইয়ে ভারতের ভুবনেস্বরে অনুষ্ঠিত হবে ২২তম এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতার আগে প্রস্তুতির ভালো একটা সুযোগ পেয়ে যাচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। ভারত অ্যাথলেটিক ফেডারেশনের আমন্ত্রণে ভুবনেস্বরেই তিন সপ্তাহের ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে মেজবাহ-শিরিনদের। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর মঙ্গলবার জাগো নিউজকে বলেছেন, ‘১০ জুনের মধ্যেই আমরা অ্যাথলেটদের ভুবনেস্বর পাঠাবো।’

কিছুদিন আগে এই প্রতিযোগিতার দল গঠনের জন্য অ্যাথলেটিক ফেডারেশন উম্মুক্ত ট্রায়ালের আয়োজন করেছিল। সেখান থেকে ১০ জন ছেলে ও ৪ মেয়ে অ্যাথলেট বাছাই করেছে ফেডারেশন। উল্লেখযোগ্য যে চার অ্যাথলেট ওই ট্রায়ালে অংশ নিতে পারেননি তাদের আবার সুযোগ দিচ্ছে ফেডারেশন। দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ, আজারবাইজানে অনুষ্ঠিত ইসলামী সলিডারিটি গেমসে অংশ নেয়া স্প্রিন্টার আবদুর রউফ, সেনাবাহিনীর দৌড়বিদ কামরুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার সোহাগী আক্তারকে নিয়ে ১ জুন সকাল ৮ টায় বঙ্গবন্ধু জাতীয় অনুষ্ঠিত হবে ট্রায়াল।

অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, আগের ট্রায়াল থেকে বাছাই করা ১৪ জনের সঙ্গে যোগ হবেন আরো ৪ জন। মোট ১৮ জন অ্যাথলেটকে ভারতে প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা আছে ফেডারেশনের। এর মধ্যে থেকেই গঠন হবে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপের দল। তবে ঠিক কতজন পাঠানো হবে ৬ থেকে ৯ জুলাই অনুষ্ঠিতব্য ওই চ্যাম্পিয়নশিপে তা অ্যাথলেটদের পারফরমেন্স ও বাজেটের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি। ২০ জুনের মধ্যে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দল পাঠাতে হবে।

তিন সপ্তাহের জন্য যে ১৮ অ্যাথলেট পাঠানো হচ্ছে ভুবনেস্বরে ট্রেনিংয়ের জন্য তাদের সঙ্গে এক অফিসিয়াল ও তিনজন কোচও থাকবেন। অফিসিয়াল যাচ্ছেন মীর শরীফ হাসান এবং তিন কোচ হচ্ছেন- মাহবুবা ইকবাল বেলী, রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান।

এই ট্রেনিংয়ে অংশ নেওয়ার বড় একটা খরচ বহন করবে ইন্ডিয়া অ্যাথলেটিক ফেডারেশন। তবে ঠিক কতটা তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর, ‘আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। দেখি শেষ পর্যন্ত খরচের কতটা বহন করে তারা। তাদের আমন্ত্রণেই তো আমরা অ্যাথলেট পাঠাচ্ছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি