ভারত, শ্রীলঙ্কা সিরিজের দলে নাসির, আল-আমিন

অবশেষে নাসির আর আল-আমিনের প্রতি সদয় হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত এবং শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে দুজনকে ডাকা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ভাল করলেও চলতি নিউজিল্যান্ড সিরিজের দলে ঠাঁই পাননি দুজন।
রবিবার ভোরে বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, ঘোষিত ৩০ সদস্যের দলে নেই বিপিএলে খেলার সময় চোট পাওয়া পেসার মোহাম্মদ শহীদ। ডাক পেয়েছেন লিটন দাস, শফিউল ইসলাম ও আলাউদ্দিন বাবু।
নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্পের জন্য ঘোষিত ২৩ জনের সবাই আছেন প্রাথমিক দলে।
নাসির সম্প্রতি জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় আসেন। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা নাসিরকে দলে নিতে সরব হন। ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান করেন এই অফ স্পিন অলরাউন্ডার।
অন্যদিকে বিপিএলে জরিমানা ফাঁদে পড়া আল-আমিন বিসিবির বাঁকা নজরে পড়ে দল থেকে বাদ পড়েন।
ভারতে একটি টেস্ট খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কায় হবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি।
বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানবীর হায়দার, আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, লিটন কুমার দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন