ভারত সফরের আগে নাসিরের উপর নির্বাচকদের কঠিন নজর
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণ করার সেরা মঞ্চ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর পঞ্চম আসর শুরু হয়েছে শনিবার থেকে।
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এবারের বিসিএল বেশ গুরুত্বপূর্ণ। বিসিএলে ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আসন্ন ভারত ও শ্রীলংকা সফরের দল ঘোষণা করবেন নির্বাচকরা।
বিশেষ করে নাসির হোসেন, আল আমিন হোসেনদের মতো দলের বাইরে থাকা পরীক্ষিত ক্রিকেটাররা এবারের আসরের প্রথম রাউন্ডে খেলবেন। নির্বাচকরাও দেখতে চান তারা কেমন পারফর্ম করেন। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা।
জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এ ইস্যুতে ক্রিকেটারদের আশ্বাস দিয়ে বলেন, ‘আসন্ন ভারত সফরের আগে বিসিএলের পারফরম্যান্স অবশ্যই বিবেচনায় আসবে। তারা যদি চালাক হয়, তাহলে এ সুযোগের সঠিক ব্যবহার করা উচিত। সবাই এমন টুর্নামেন্টে খেলার সুযোগ পায় না। সুতরাং, অনেক বড় সুযোগ নিজেদের প্রমাণ করার।’
এদিকে জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে থাকলেও নিউজিল্যান্ড সফরে আগে দেশে ফেরা মোসাদ্দেক হোসাইন, তানবির হায়দার ও ইনজুরি থেকে ফেরা শফিউল ইসলাম খেলবেন এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলের প্রথম রাউন্ড।
শনিবার থেকে শুরু হওয়া বিসিএলের প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন খেলছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে। এই রাউন্ডের অপর ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোন খেলছে বিসিবি নর্থ জোনের বিপক্ষে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন