ভারত সফরে গিয়ে দেশের মর্যাদা বিসর্জন দিয়েছেন প্রধানমন্ত্রী: খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভারত সঙ্গে করা প্রতিরক্ষা সমঝোতায় দেশের জনগণ শঙ্কিত।
তিনি বলেন, ভারত সফরে গিয়ে জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা বিসর্জন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রতিক্রিয়া জানাতেই বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে সরকার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সমঝোতা ও চুক্তি করেছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, এসব চুক্তি ও সমঝোতার বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। তাই এ চুক্তি জনগণ কখনো বাস্তবায়ন হতে দেবে না।
তিনি বলেন, দেশ ও জাতির ভবিভষ্যৎ জড়িত রয়েছে এমন কোনো বিষয়ে বিএনপি কখনো চুপ থাকতে পারে না।
খালেদা জিয়া বলেন, জনগণের দাবি অনুযায়ী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্থান পরিবর্তনের জন্য তিনি (প্রধানমন্ত্রী) ভারতের সঙ্গে কোনো কথা বলেননি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, শেখ হাসিনা বলেছেন, তিনি নাকি এ সফরে তৃপ্ত। কিন্তু বাংলাদেশের জনগণ তৃপ্ত নয় বরং আতঙ্কিত।
তিনি আরো বলেন, আমারা সুস্পষ্ট করে বলতে চাই, ভারতের সঙ্গে আমাদের বৈরিতা নেই। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে আমরা বিশ্বাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন