ভারত সফরে ফিরছেন মুস্তাফিজ, মুশফিকুর সহ চার ক্রিকেটার

ইনজুরি কাটিয়ে আসন্ন ভারত সফরে দলের সাথে থাকছেন চার ক্রিকেটার- মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক ও অধিনায়ক মুশফিকুর রহিম।
এই চার ক্রিকেটারের ভারত সফরের দলে থাকার নিশ্চয়তা নিয়ে এখনও বিসিবির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া না হলেও আদতে তা কেবল সময়ের ব্যাপার। সর্বশেষ মেডিক্যাল রিপোর্টে জানা গেছে, চার ক্রিকেটারই দ্রুত সুস্থতার পথে হাঁটছেন।
এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, মুশফিক এবং মুমিনুলের সর্বশেষ স্ক্যান রিপোর্ট পরীক্ষা করার পর মারাত্মক কোনো যখম ধরা পড়েনি। ব্যথা সেরে গেলে দুজনই স্বাভাবিকভাবে খেলতে পারবেন। নির্ধারিত সময়ের আগেই সুস্থ হয়ে দুজন দলের সাথে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে ওয়েলিংটন টেস্টে উরুতে আঘাত পাওয়া ইমরুল কায়েস দ্রুতই ইনজুরি কাটিয়ে উঠছেন। কাটার মাস্টার খ্যাত তরুণ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান সুস্থতার শেষ ধাপে এসে নেটে প্র্যাকটিসও করছেন। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই দুজনও।
উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন