‘ভারত সরকারের প্রতি অনুরোধ এই সমস্যার সমাধান করুন’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের আমদানি ও রফতানি বাড়ছে নিয়মিতভাবে। তবে রফতানির ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং একটি বড় সমস্যা। ভারত সরকারের প্রতি আমাদের অনুরোধ এই সমস্যার সমাধান করুন।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ভারত সব সময় বাংলাদেশের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি এই সমস্যারও দ্রুত সমাধান হবে। আমরা আগামীতে ভারতীয় উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে ৩টি বিশেষ শিল্প এলাকা বরাদ্দ দেওয়ার চিন্তা করেছি।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আমরা যে মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছি সেগুলো শেষ হলে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ ডিজিটাল হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আগের চেয়ে সম্পর্ক এখন অনেক ভালো। ফলে নিয়মিতভাবে দুই দেশের বাণিজ্য বাড়ছে। এরই ফলে দুই দেশের ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য পাইপ লাইনে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন