ভারত সিরিজ তাহলে অনিশ্চিত!
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এখনও পর্যন্ত ভারত যেতে পারিনি বাংলাদেশ দল। শত চেষ্টা করেও গত ১৫ বছরে ভারতের যাবার আমন্ত্রণ আদায় করা যায়নি। অথচ ভারত বাংলাদেশের সবচেয়ে নিকট প্রতিবেশি এবং বন্ধু রাষ্ট্র! গত বছরই থেকেই শোনা যাচ্ছে, ২০১৬ সালে ভারত যাবে বাংলাদেশ। কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সূচি করতে পারেনি বিসিবি। বিশ্বকাপ চলার সময় ভারতীয় বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ক’য়েকদফা বৈঠক করার পরও সূচি চূড়ান্ত না করেই দেশে ফিরে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগষ্টের এ সফরে একটি টেস্ট ও গোটা দুয়েক একদিনের ম্যাচ খেলার কথা।কিন্তু এ ব্যাপারে কোন কিছুই বলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একজন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন,‘ ভারত সফরের জন্য আমরা চেষ্টার ক্রুটি করছি না।তারা কলকাতায় টেস্ট খেলতে চায়। কিন্তু ঐ সময় কলকাতার আবহাওয়া ভাল থাকে না। তাই আমরা অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছি। ভারতীয় বোর্ড নিশ্চয়ই ভেবে দেখছে। আশা করি ভারত সিরিজ হবে।’
তবে ভিতরের খবর হলো, ভারতীয় বোর্ডের ধীরেচলো নীতির কারণে কিছুটা হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই অন্যকোন দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে পাওয়া গেছে। তারা বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে চায়। টেস্টের সঙ্গে ওয়ানডে ও টি-২০ ম্যাচও যোগ করতে চায় বাংলাদেশ। রবিবার এ বিষয়ে মিটিংয়ে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চিত্রটা পরিস্কার হয়ে যাবে এ দিনই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন