সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাললাগা, প্রতিশ্রুতি, না রোমান্টিক আপনার ‘প্রেম’টি কেমন?

শোন মন বলি তোমায় সব কর প্রেম কর না’। কিন্তু মন কোন দিন কার কথা শুনেছে। বেয়ারা মন ভেসেছে প্রেম জোয়ারে। কখনও গোঁসা তো কখন ভালবাসা। প্রেম এক আলাদা অনুভূতি। যে প্রেম করছে সেই জানে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তোমার ‘প্রেম’টি কেমনতর? মোহ নাকি নিছক ভাললাগা। রোম্যান্টক নাকি অর্থহীন।

আবেগ, অন্তরঙ্গতা ও সহানুভূতি এই তিনটি হল প্রেমে পড়ার কারণ। আর এই ইমোশন গুলির উপর ভিত্তি করে সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালবাসাকে ৭ টি সংজ্ঞা দিয়েছেন। যেমন:

ভাললাগা:

এটা বেশির ভাগ সময় বন্ধুদের মধ্যে দেখা যায়। আপনার খুব ভাল বন্ধু। আপনারা সব সময় একসঙ্গে থাকেন। সমস্ত কথা শেয়ার করেন। তাকে আপনার খুব ভাললাগে। তবে এই অনুভূতিকে কখনওই ভালবাসা বলে ভেবে বসবেন না। সে শুধু আপনার ভালো বন্ধু, মনের মানুষটি নয়। কারণ এটা ‘ভাললাগা’ ভালবাসা নয়।

মোহ:love

একটা মানুষে আপনি রোজ দেখছেন। কথা বলছেন। তার সঙ্গে সময় কাটাতে আপনার বেশ ভাল লাগছে। প্লিজ এটাকে ভালবাসা বলে ভুল করবেন না। কারণ এটা ক্ষণিকের আবেগ। বলতে পারেন মোহ। যা কেটে গেলে দেখবেন আপনার ভালবাসাও দূরে চলে যাবে।

প্রতিশ্রুতি:

আপনি মানুষটিকে ভালবাসেন কিন্তু তার প্রতি কোন যৌন আকর্ষণ অনুভব করছেন না। এদিকে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। আবার তাঁকে ছেড়েও থাকতে পারছেন না। তাইতো অনেক সময় বহু বছর প্রেম করার পরেও অনেকেই বিয়ে করেন কেবলমাত্র একে ওপরের কাছে প্রতিশ্রুতি বদ্ধ থাকেন বলে। সেক্ষেত্রে আপনি শুধু প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছে।

রোমান্টিক প্রেম:

কোনও প্রতিশ্রুতি নেই। কিন্তু তার সঙ্গে কাটান সব মুহূর্ত গুলি স্বপ্নের মতো। যে সম্পর্কে আবেগ আছে, রয়েছে অন্তরঙ্গতা তখন তাকে রোম্যান্টিক প্রেম বলা হয়ে থাকে। তাই এই সম্পর্ক সব সময় বেশি দূর না চললেও একটা মধুর অনুভূতি দিয়ে যেতে পারে আপনাকে।

ঘনিষ্ঠ প্রেম:

এই প্রেম সাধারণত বন্ধুর প্রতি হয়ে থাকে। এছাড়া এমন কোনও মানুষের প্রতি যাকে আপনি অনেক দিন ধরে চেনেন। বেশির ভাগ সময় দেখা যায়, একসঙ্গে সময় কাটাতে কাটাতে কখন আপনারা ঘনিষ্ঠ হয়ে গেছেন নিজেরাও বুঝতে পারেননি। যখন অন্তরঙ্গতা এবং প্রতিশ্রুতি দুটোই এই সম্পর্কের মধ্যে থাকে। তাই বেশির ভাগ ক্ষেত্রে এই প্রেম পরিণতি পায়।love-2

অর্থহীন প্রেম:

অনেক সময় দেখা যায় ভালবাসার মানুষটির পছন্দকে অনেকে আপন করে নেন। এরা মনে মনে ভাবেন যাকে ভালবাসি তাঁর পছন্দকেও ভালবাসব। কিন্তু কতদিন। নিজের পছন্দের গলা টিপে রাখবেন। তাইতো অনেকে সময় একসঙ্গে থাকার পর যখন অবসান ঘটে এই ভাললাগার, তখন ভালবাসাও উবে যায়। অনেক সময় দেখা যায়, এই ভালবাসা বিয়ে পর্যন্ত গড়িয়েছে এবং যা ভবিষ্যতে বড়সড় ধাক্কা খেয়েছে।

অনবদ্য প্রেম

না। এই প্রেমই হয় সত্যিকারের প্রেম। যে প্রেমের মধ্যে দেওয়াল তোলার ক্ষমতা কারোর থাকে না। অন্তরঙ্গতা, আবেগ এবং প্রতিশ্রুতি এই তিনটি যেমন ভালবাসার মধ্যে মিলে মিশে থাকে, তেমনই থাকে একে ওপরের প্রতি বিশ্বাস, ভরসা।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়