ভালুকায় শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা
ময়মনসিংহের ভালুকায় কাওসার আহামেদ (১২) নামের এক মাদ্রাসাছাত্রকে ব্লেড দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মল্লিকবাড়ি গ্রামে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার বর্তা গ্রামের শামছুল হকের ছেলে কাওসার আহামেদকে মল্লিকবাড়ি পূর্বপাড়া গ্রামের আলতা খাঁ’র ছেলে মোঃ সাঈদুল ইসলাম খাঁ (২০) মোবাইল সেট কেনার কথা বলে তার বাড়িতে নিয়ে যাওয়ার পথে ওই গ্রামের মিয়া হোসেনের আখ ক্ষেতে নিয়ে কতিপয় দুর্বৃত্ত কাওসারকে বেধড়ক মারপিট করে। পরে তার হাত-পা বেঁধে ব্লেড দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন অংশে ফেসিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় কাওসার আহামেদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আহত কাওসারের বড়ভাই বাদল বাদি হয়ে সাইদুল ইসলাম খাসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানান, মামলা হয়েছে। আসামি গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন