শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভালোই জবাব দিচ্ছে আফগানরা

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালোই জবাব দিচ্ছে সফরকারী আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ Afghanistan 154/2 (32/50 ov)

রোববার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিবের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। তবে উইকেট হারিয়েছে সবগুলো।

দলের পক্ষে তামিম ইকবাল সর্বোচ্চ ৮০ রান করেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৬২, সাকিব আল হাসান ৪৮ ও ইমরুল কায়েস ৩৭ রান করেন।

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানের মাথায় কোনো রান না করেই দৌলত জাদরানের বলে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

শুরুর ধাক্কা সামাল দেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস। তাদের জুটিতে আসে ৮৩ রান। তবে ইমরুল কায়েস তার ইনিংসটা বড় করতে পারেননি। দলীয় ৮৪ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন ইমরুল।

এরপর রিয়াদকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন তামিম। তামিম ব্যক্তিগত ৮০ রানে মিরওয়াইজ আশরাফের বলে আউট হন। তার ইনিংসটি ৯টি চারে সাজানো ছিল।

তামিম ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ। নিজের ১৫তম অর্ধশতক তুলে নেন তিনি। ৫টি চার ও ২টি ছক্কায় ৬২ রানে মোহাম্মদ নবীর বলে আউট হন রিয়াদ।

রিয়াদের পর দ্রুতই সাজঘরে ফেরেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন মুশফিক ও ডান-হাতি ব্যাটসম্যান সাব্বির রহমান। স্পিনার রশিদ খানের বলে সরাসরি বোল্ড হন মুশফিক। মাত্র ৬ রান করেন তিনি।

এরপর মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির। তিনি রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

এদিন ব্যাট হাতে আফগান বোলারদের ওপর কিছুটা তাণ্ডব চালান সাকিব আল হাসান। ৪০ বলে ব্যক্তিগত ৪৮ রানে জাদরানের বলে আউট হন তিনি। সাকিব আউট হলে রানের গতিও কমে যায় বাংলাদেশের। শেষ দিকের ব্যাটসম্যানরা নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারেনি। শেষ পর্যন্ত ২৬৫ রানেই অলআউট হয় টাইগাররা।

৪ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার দৌলত জাদরান।

২৬৬ রানের টার্গেটে খেলতে নামা আফগানদের ওপেনিং জুটি ভাঙেন মাশরাফি। তাসকিনের বলে জীবন পাওয়া মোহাম্মদ শেহজাদকে সাজঘরে ফেরান তিনি। শেহজাদ ৩১ রান করে মুশফিকের হাতে ক্যাচ দেন।

পরের ওভারেই আফগান শিবিরে আঘাত হানেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাব্বির নূরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। এরপর দলের হাল ধরেন রহমত শাহ ও হাসমত উল্লাহ। তাদের জুটি ৬২ রানে অপরাজিত আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির