‘ভালোই লাগছে শুনতে’

গত দেড় বছরে বাংলাদেশ সীমিত ওভারের ক্রিকেটেই বেশি ব্যস্ত ছিল। সে তুলনায় টেস্ট ম্যাচ খুব কমই খেলেছে। তাই সংবাদমাধ্যমের সামনে বেশির ভাগ সময়ই দেখা গেছে সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম তাই অনেকটাই আড়ালে ছিলেন।
বাংলাদেশ দলের অধিনায়ক দীর্ঘদিন পর আবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুশফিক। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন তিনি। তখন সাংবাদিকের মুখে অধিনায়ক সম্বোধনটা শুনতে বেশ ভালোই লেগেছেন তাঁর। হেসে সঙ্গে সঙ্গে নিজের ভালোলাগার কথাটা বলতে ভোলেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
এদিন সংবাদ সম্মেলনের শুরুতেই ঘটনাটি ঘটেছে। ক্যাপটেন বলে ডেকে এক সাংবাদিক প্রশ্ন করতে চাইলেন। উত্তর দেওয়ার আগে তখনই মুশফিক হেসে উঠে বলেন, ‘অনেকদিন পর কারো মুখ থেকে ক্যাপটেন সম্বোধনটা শুনছি। ভালোই লাগছে তা শুনতে।’
আসলেও তাই, অধিনায়ক হিসেবে বেশ কিছুদিন পর সাংবাদিকদের সামনে এসেছেন মুশফিক। গত বছর জুলাই-আগস্টে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ বেশির ভাগ সময় খেলেছে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি। তাই এই সময় সবাই দেখেছে অধিনায়ক মাশরাফিকে।
মাশরাফির নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দারুণ সাফল্য পেয়েছে। ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জিতেছে। তাই যেন সবাই ভুলতে বসেছিল অধিনায়ক মুশফিককে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন