ভালোবাসা দিবসে আসছে হাবিব-শফিকের নতুন গান

ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শফিক তুহিন ও হাবিব ওয়াহিদ। লম্বা বিরতির পর ৩১ জানুয়ারি রাতে একটি গানের কাজ শেষ করলেন তারা। গানটির কথা, ‘হৃদয়ে হৃদয় ছুঁয়ে, স্বপ্ন আবির মেখে, হারাবো কোথাও…’।
গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
প্রসঙ্গত, শফিক তুহিনের কথায় হাবিবের সুর-সংগীতে কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘ছোট ছোট আশা’ গানটি তিনটি বিভাগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল ২০১১ সালে।
গানটি নিয়ে শফিক বলেন, ‘আমাদের কাজের সংখ্যা খুব কম। কিন্তু যে ক’টি গান করেছি একসঙ্গে, সবগুলোই স্পেশাল কিছু হয়েছে।
এদিকে হাবিব জানান, দুই এক দিনের মধ্যে গানটির অডিও কাজ শেষে ভিডিও নির্মাণেরও পরিকল্পনা করছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন