ভালোবাসা দিবসে ছোট পর্দার যতো আয়োজন

বিশ্ব ভালবাসা দিবসকে বরণ করে নিতে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। আজ রবিবার ছোট পর্দায় সারাদিন দর্শক-শ্রোতাদের জন্য থাকছে ভালোবাসা দিবসের নানান আয়োজন।
নাটক
তিশা অভিনীত ‘গল্পের রঙ নীল’নাটকটি প্রচারিত হবে এনটিভিতে রাত ৯টা ০৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টা ২০ মিনিটে ‘তোমায় ভেবে লেখা’ নাটকেও দেখা যাবে তিশাকে।
আরফান নিশো ও সানজিদা প্রীতি অভিনীত ‘কালার ফুল’ নাটক দেশ টিভিতে প্রচার হবে রাত ৯টা ৪৫ মিনিটে। আরটিভিতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাকছে এ জুটির নাটক ‘বাকবাকুম ভালোবাসা’।
‘ক্যাফেটেরিয়া’(এসএ টিভিতে রাত ৯টায়), ‘হাতটা দাও না বাড়িয়ে’ (বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে), ‘ব্রেক-আপ ব্রেক-ডাউন আফটার ম্যারেজ’ (মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায়) এবং ‘সোনাই’(চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে) নাটকে মেহজাবিন।
ইরফান সাজ্জাদ ও উর্মিলা শ্রাবন্তী কর অভিনীত ‘নিজেকে দেখুন’ টেলিছবিতে এনটিভিতে প্রচার হবে রাত সাড়ে ১১টায়। এর আগে চ্যানেল নাইনে রাত ৮টা ৪৫ মিনিটে রয়েছে এ জুটির নাটক ‘গিটার’।
এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাজিরা মৌ ও আনিসুর রহমান মিলন অভিনীত ‘ইডিয়ট’। এরপর রাত ১০টায় একুশে টেলিভিশনে ‘আনওয়ান্টেড’ নাটকে দেখা যাবে এ দু’জনকে।
কবিতা এবং গান
বৈশাখী টিভিতে রাত ১০টা ৫০ মিনিটে ভালোবাসার কালজয়ী কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। চ্যানেল নাইনে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘ভালোবাসার কাব্যপাঠ’-এ থাকছে তার পরিবেশনা। একুশে টেলিভিশনে সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ভালোবাসার আলাপান’ আবৃত্তি অনুষ্ঠানেও থাকবেন তিনি।
বাংলাভিশনের ‘রিদম অব ভ্যালেন্টাইন’-এ সংগীত পরিবেশন করবেন আরফিন রুমি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২৫ মিনিটে।
চ্যানেল নাইনের স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন কিশোর ও কর্ণিয়া। সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ৪০ মিনিটে।
চলচ্চিত্র
এটিএন বাংলায় সকাল ১০টা ৩৫ মিনিটে ‘বলনা তুমি আমার’ (শাকিব খান, শখ), চ্যানেল আইতে দুপুর ২টা ৪০ মিনিটে ‘ভালোবাসবোই তো’ (মৌসুমী, ওমর সানী, নিলয়), এনটিভিতে সকাল ৮টা ৪৫ মিনিটে ‘সবাই তো ভালোবাসা চায়’ (রাজ্জাক, ববিতা, ইমন, পূর্ণিমা, বাপ্পারাজ), আরটিভিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে ‘জটিল প্রেম’ (বাপ্পি, আঁচল), বৈশাখী টিভিতে ‘ভালবাসার গল্প’ (আনিসুর রহমান মিলন, মুনিয়া আফরিন, মিশা সওদাগর), চ্যানেল নাইনে সকাল ৯টায় ‘ভালোবাসার শেষ নেই’ (সম্রাট, সাহারা, নিপুণ, রাজ্জাক), দেশ টিভিতে সকাল ৮টায় ‘বেনাম বাদশা’ (ইলিয়াস কাঞ্চন, দিতি, আলিরাজ, অরুণা বিশ্বাস)।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন