ভালোবাসা দিবসে ‘ভালো’ নেই যারা

কিছুদিন আগেও বলিউডের অনেক তারকা তাদের ভালোবাসার মানুষের সঙ্গে একসঙ্গে ছিলেন। ভালো সময় কাটিয়েছেন। তাদের প্রেম নিয়ে গণমাধ্যমও ছিলো সরব। কিন্তু এবার ভ্যালেন্টাইন ডে’তে তাদের মন ভালো নেই। বিচ্ছেদ হওয়ায় ভালোবাসা দিবসে একাই সময় কাটাতে হচ্ছে এসব তারকাদের।
বিগত কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন আনুষ্কা-কোহলি। বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে খুবই যত্নবান ছিলেন আনুষ্কা। বর্তমানে এই প্রেমিক জুটির সম্পর্কটা আর আগের মতো দুর্দান্ত যাচ্ছে না। তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। এতে ভীষণ হতাশ হয়ে পড়েছেন আনুষ্কা। গুঞ্জন রয়েছে,বিয়ের জন্য আনুষ্কা শর্মা প্রস্তুত থাকলেও ক্যারিয়ারেই বেশি মনোনিবেশ করছেন কোহলি। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন আনুষ্কা। ফলে এবারের ভ্যালেন্টাইন ডে’তে তাদের আর এক সঙ্গে দেখা যাচ্ছে না।
এই তো গেলো বড়দিনের উৎসবেও একসঙ্গে কাটিয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। অথচ ভালোবাসা দিবসে কাছে নেই তারা। ছয় বছরের মধুর সম্পর্ক গত মাসেই ভেঙ্গে গেছে।দীর্ঘ দিন একই ফ্লাটে থাকলেও এখন আর একসঙ্গে থাকেন না এই জুটি।
এগারো বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কারিশমা কাপুর। স্বামী দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারা দুজনে সমাঝোতার ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় আলাদা হয়েছেন।আগের বছরগুলোতে ভালোবাসা দিবসে স্বামী-সন্তান নিয়ে ঘুরে বেড়ালেও এবার কারিশমাকে একাই সময় কাটাতে হচ্ছে।
গত বছরেও এই দিনে হৃত্বিক-সুজানা ঘটা করে ভালোবাসা দিবস উদযাপন করেছিলেন। কিন্তু এ বছর দুজনেই আলাদা। ১৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আলাদা বসবাস করছেন তারা। আজকের এই দিনে তাদেরও ভালো থাকার কথা নয়-এটাই স্বাভাবিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন