ভালোবাসা দিবসে শাকিবকে সঙ্গে নিয়ে অপু-শুভশ্রীর লড়াই..!

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে নতুন দুটি চলচ্চিত্র। এর একটি কলকাতার জয়দেব মুখার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘ভালোবাসা দিবস’, অন্যটি জি সরকার পরিচালিত ‘ভালোবাসা ২০১৬’।
এর মধ্যে ‘ভালোবাসা দিবস’ ছবিটির শুটিং এখনো শুরু হয়নি। এতে অভিনয় করবেন কলকাতার নায়িকা শুভশ্রী। আর ‘ভালোবাসা ২০১৬’ ছবির শুটিং শেষের দিকে, এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। দুটি ছবিতেই নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান। আর তাই ভালোবাসা দিবসে লড়াইটা হবে শাকিবের দুই নায়িকার মধ্যে।
এ বিষয়ে ‘ভালোবাসা ২০১৬’ ছবির পরিচালক জি সরকার বলেন, “আগামী ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে ‘ভালোবাসা ২০১৬’ ছবির কাজ। আমরা এই ছবির কাজ শুরু করেছিলাম ‘ভালোবাসা ২০১৪’ নাম দিয়ে। কিন্তু ছবির কাজ বিভিন্ন কারণে দুই বছরেও শেষ করতে পারিনি। মাত্র চার-পাঁচ দিন শুটিং করলেই আমার এই ছবির শুটিং শেষ হয়ে যাবে। শাকিব খান এরই মধ্যে আমাদের সিডিউল দিয়েছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা শুটিং করব।”
অনেক দিন ধরেই মিডিয়া থেকে দূরে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কারো সঙ্গেই কোনো যোগাযোগ নেই তাঁর। অপু বিশ্বাস ছবিটির শুটিং শেষ করেছিলেন কি না জানতে চাইলে পরিচালক জি সরকার বলেন, ‘অপু ছবির শুটিং শেষ করেছিলেন। তবে ডাবিং করেননি। যেহেতু তাঁর খোঁজ আমরা পাচ্ছি না, তাই অন্য ডাবিং শিল্পী দিয়ে ডাবিং করিয়েছি। শাকিব খান ও মিশা সওদাগরের বেশ কয়েকটি দৃশ্য বাকি আছে। আশা করি, সবকিছু শেষ করে আগামী ১০ দিনের মধ্যে ছবিটি সেন্সরে জমা দিতে পারব।’
ভালোবাসা দিবসেই মুক্তি দেওয়া হবে যৌথ প্রযোজনার ছবি ‘ভালোবাসা দিবস’। এতে রয়েছেন কলকাতার নায়িকা শুভশ্রী। ‘শাকিব-শুভশ্রী’ না ‘শাকিব-অপু’ কোন জুটি দর্শক বেশি টানবে—এমন প্রশ্নের জবাবে পরিচালক জি সরকার বলেন, ‘এ সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় জুটি শাকিব-অপু। আমি তাঁদের নিয়ে এই ছবি বানিয়েছি। দুটো ছবিতেই যেহেতু শাকিব আছেন, তাই বলতে পারেন যুদ্ধটা হবে শুভশ্রী ও অপু বিশ্বাসের মধ্যে। তবে আমি বিশ্বাস করি, আমাদের দেশের মানুষ দেশের ছবি দেখতে চায়। দেশের ছবি বাঁচাতে, দেশের সংস্কৃতিকে বাঁচাতে দর্শক দেশি ছবিকেই প্রাধান্য দেবেন।’
মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ভালোবাসা ২০১৬’। জি সরকার পরিচালিত এই ছবিতে শাকিব খান-অপু বিশ্বাসসহ আরো অভিনয় করেছেন নিপুণ, সুচরিতা, আমির সিরাজী, আফজাল শরীফ, মিজু আহম্মেদ, প্রয়াত দিতি প্রমুখ।
‘ভালোবাসা দিবস’ শিরোনামে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করবেন কলকাতার জয়দেব মুখার্জি ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ।
আগামী ১৫ নভেম্বর থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ভারত, বাংলাদেশ ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্য ধারণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন