ভালোবাসা দিবস উপলক্ষে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বরাবরের মতো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসছে বিপুল সংখ্যক পর্যটক। এরই মধ্যে কক্সবাজারে আবাসিক হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিংও শেষ হয়েছে। এজন্য পর্যটন ব্যবসায়ীরাও নিয়েছেন নানা প্রস্তুতি। আর পর্যটক সমাগম বাড়বে তাই সৈকত এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
যেকোনো উৎসব-উপলক্ষ মানেই কক্সবাজাররে সমুদ্র সৈকতে আনন্দের হিল্লোল। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে’কে সামনে রেখে এবারও প্রস্তুত কক্সবাজার। এবার এমনিতেই চলছে পর্যটন বর্ষ। ফলে কমবেশি পর্যটক নিয়মিত ছুটে আসছেন পর্যটন শহর। তার সাথে এই দিনটি যোগ হওয়ায় পর্যটকের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর হোটেল মোটেলগুলোতে পর্যটকদের আনন্দ দিতে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।
কক্সবাজারে হোটেল ও মোটেল আছে চার শতাধিক। ভ্যালেন্টাইন্স ডে’কে সামনে রেখে বেশিভাগ কক্ষই বরাদ্দ হয়ে গেছে বলে জানালেন হোটেল মালিক সমিতির সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসাইন।
ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানালেন, পর্যটক সমাগম বাড়বে তাই সৈকত এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভ্যালেন্টাইন ডে’র পর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর ওই দিনটির সাথে টানা ছুটি রয়েছে। তাই তখনও পর্যটকদের ঢল নামবে বলে আশা করছে পর্যটন সংশ্লিষ্টরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন