বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভালো কাজের পুরস্কার পেল পুলিশ সদস্যরা

ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। আজ বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পুরস্কার পাওয়া পুলিশ সদস্যরা হলেন— শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ওয়ারী জোনাল টিমের মুকিত সরকার। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম ডিবি-উত্তর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম ডিবি-পূর্ব সিনিয়র সহকারী পুলিশ কমিশনার স্নিগ্ধ আখতার, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম ওয়ারী জোনাল টিমের মুকিত সরকার, জঙ্গি গ্রেপ্তারে শ্রেষ্ঠ টিম যৌথভাবে ডিবি-দক্ষিণ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত ও ডিবি-পশ্চিম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইফুল্লাহ মো. নাসির। অজ্ঞান-মলম পার্টি গ্রেপ্তারে শ্রেষ্ঠ টিম ডিবি-পূর্ব ওয়ারী জোনাল টিমের মুকিত সরকার।

শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দারুস সালাম জোনের সৈয়দ মামুন মোস্তফা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) বংশাল থানার নূরে আলম সিদ্দিক, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) কদমতলী থানার আরশেদুল হক, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) খিলগাঁও থানার মো. মজিবুর রহমান, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে কোতোয়ালি থানার মো. রফিকুল ইসলাম ও যাত্রাবাড়ী থানার প্রদীপ কুমার রায়, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে কদমতলী থানার গোলাম মোস্তফা ও মতিঝিল থানার হেলাল উদ্দিন।

ট্রাফিকের শ্রেষ্ঠ পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার রামপুরা ট্রাফিক জোন মো. জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর দারুসসালাম ট্রাফিক জোনের কাজী মাহবুব আলম, শ্রেষ্ঠ সার্জেন্ট মতিঝিল ট্রাফিক জোনের মো. নিজাম হোসেন।

শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম মশিউর রহমান, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার কোতোয়ালি থানার এসআই মো. রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার যাত্রাবাড়ী থানার এসআই প্রদীপ কুমার রায়, শ্রেষ্ঠ চোরাইগাড়ি উদ্ধারকারী অফিসার পল্লবী থানার এসআই মো. কামরুল হোসাইন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পল্লবী থানার এসআই মো. কামরুল হোসাইন।

এ ছাড়াও বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন— জঙ্গি দমনে মিরপুর বিভাগ উপ-পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) মোহাম্মদ ছানোয়ার হোসেন, মাদকদ্রব্য উদ্ধারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ) মোহাম্মদ আসাদুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দারুসসালাম জোন) মো. খাইরুল আমিন, মামলার রহস্য উদঘাটনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর বিভাগ) মো. তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর বিভাগ) মাহফুজুল আলম রাসেল, ওয়ারী থানা অফিসার ইনচার্জ মো. জিহাদ হোসেন, রমনা মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী হোসেন, আদাবর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, সবুজবাগ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুজ্জামান, কোতোয়ালি থানা এসআই রিপন কুমার বিশ্বাস, এসআই কৃষ্ণপদ মজুমদার, চকবাজার মডেল থানা এসআই মো. আব্দুল হক, কামরাঙ্গীরচর থানার এসআই মো. রায়হান আহমেদ, ওয়ারী থানার এসআই রাজীব আহম্মেদ, প্রতারকচক্র গ্রেফতারে সহকারী পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ) মো. আজহারুল ইসলাম মুকুল, ছিনতাইকারী গ্রেফতারে ট্রাফিক শেরেবাংলা নগর জোন সার্জেন্ট মো. সেলিম পারভেজ, ট্রাফিক শাহবাগ জোন সার্জেন্ট এস এম শিহাব মামুন, ট্রাফিক মিরপুর জোন এএসআই মো. তাজুল ইসলাম এবং ভুয়া পুলিশ গ্রেফতারে কোতোয়ালি থানার এএসআই আব্দুর রাজ্জাক।

আগস্ট মাসে মহানগরীর শ্রেষ্ঠ পুলিশ বিভাগ নির্বাচিত হয়েছে ওয়ারী বিভাগ। গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ-সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল