‘ভালো কিছু করে টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতে চেষ্টা করব’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সর্বশেষ অংশ নিয়েছে ২০০৬ সালে। কিন্তু ওই আসরে ছিলেন না বর্তমানে টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ২০০৬ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটি আসর অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এর একটিতেও খেলার সুযোগ পায়নি বাংলাদেশ দল।
তবে, সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ভালো খেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে জায়গা করে নেয় বাংলাদেশ। যেটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুরু হবে আগামী ১ জুন। এই আসরে বাংলাদেশ দলের হয়ে খেলবেন বর্তমানে সময়ে বাংলাদেশ দলের বড় তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়া অন্য দলটি হচ্ছে নিউজিল্যান্ড। টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম চান এই দুই আসরেই ভালো করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।
মুশফিকুর রহিম জানিয়েছেন, ওখানকার কন্ডিশন, উইকেট কিছুই আমাদের পক্ষে থাকবে না। উইকেট হবে সবুজ। সুতরাং, ত্রিদেশীয় সিরিজটি কঠিন হবে। কিন্তু আমি মনে করি, আমাদের প্রস্তুতি ভালো। সবাই যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে আমরা ভালো কিছু করতে পারব। আপাতত আমাদের মনোযোগ এই সিরিজকে ঘিরেই।
তিনি আরও বলেন, বিশ্বকাপের পরই চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থান। এখানে খেলার সুযোগ পাওয়াটা অবশ্যই ভালো অনুভূতি। এই টুর্নামেন্টে ইচ্ছা করলেই অংশগ্রহণ করা যায় না। সুযোগ তৈরি করে নিতে হয়। সুতরাং, চেষ্টা করব ভালো কিছু করে টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতে।
মুশফিকুর রহিম বলেন, বাংলাদেশ সর্বশেষ যেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় সেবার আমি দলে ছিলাম না। কিন্তু সব খেলা দেখেছিলাম। স্বপ্ন ছিল এখানে খেলার। এবার সুযোগ পেয়েছি। এখন এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করব।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন