ভালো না লাগলে ভাতও খাবো না: মোশাররফ করিম
আগামী ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ছবিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের জীবনের একটি অধ্যায়কে চলচ্চিত্রটিতে তুলে ধরেছেন পরিচালক তৌকির আহমেদ।
ভাগ্যের সন্ধানে বাংলাদেশ থেকে অনেকেই ছুটে যান মধ্যপ্রাচ্যে। প্রবাস জীবনে যাওয়ার পথে সংগ্রামের কথা ছাড়াও তাদের জীবনের সুখ-দুঃখ, আনন্দ বেদনার চিত্রই ফুটে উঠেছে এ চলচ্চিত্রে। মৌলিক এ ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
মোশররফ করিম জানালেন ‘অজ্ঞাতনাম’ নিয়ে তার অভিজ্ঞতা ও অনুভূতির কথা। এ ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত প্রমুখ।
অনলাইন: ‘অজ্ঞাতনামা’ তৌকির আহমেদের সঙ্গে আরো একটি সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল?
মোশাররফ করিম: দারুণ অনুভূতি, দারুণ অভিজ্ঞতা।‘অজ্ঞাতনামা’র’ চিত্রনাট্যটি যখন আমার কাছে আসলো তখন থেকেই কাজটি নিয়ে ভীষণ আগ্রহী ছিলাম। তাছাড়া তৌকির ভাইয়ের কাজ সম্পর্কে ধারণা আমার আগে থেকেই ছিল।
ওনি যে কাজটি করেন সেটিই খুব গুছিয়ে করেন। যেটি আমার কাছে দারুণ একটি ব্যাপার। এবং কাজ করতে গিয়ে আমি যেই চিত্রনাট্যটি পড়েছিলাম, ছবিটিকে যেমন দেখতে চেয়েছিলাম, কাজ করার পর ছবিটিকে আমি ঠিক তেমনি দেখেছি।
আসলে আমরা যারা এ সিনেমায় কাজ করেছি তাদের পারস্পরিক সমঝোতায় দারুণ হয়েছে। এবং ছবিতে যারা কাজ করেছে তারা সবাই অনেক দক্ষ অভিনয়শিল্পী। দর্শক সিনেমাটি দেখে খুব আনন্দ পাবে।
অনলাইন: আপনার অভিনীত ‘জালালের গল্প’ এবং ‘অজ্ঞাতনামা’ আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হচ্ছে একজন অভিনেতা হিসেবে তা কিভাবে মূল্যায়ন করবেন?
মোশাররফ করিম: অনেক ভালো ব্যাপার, অনেক বড় ব্যাপার। মানুষ তো এভাবেই এগিয়ে যায়। আমার একটি ছবি বা আমাদের দেশের একটি ছবি বিদেশে প্রদর্শিত হচ্ছে সেটা আমাকে খুব আনন্দ দেয়। যেহেতু আমি এই মাধ্যমেই কাজ করি।
অনলাইন: আগামী ঈদের কাজ সম্পর্কে কিছু বলেন?
মোশাররফ করিম: এবার ঈদে অনেক কাজ করছি। এই মুহুর্তে কাজগুলো মনে করতে পারছি না।
অনলাইন: সাগর জাহানের সঙ্গে এবারো সাতপর্বের একটি নাটকে কাজ করেছেন কাজটি সম্পর্কে কিছু বলুন?
মোশাররফ করিম: গতবছর ঈদে সাগর জাহানের ‘সিকান্দর বক্স’ সিকুয়্যাল শেষ করেছি। এবারের ঈদে সাগরের সাতপর্বের ‘চুপ ভাই কিছু বলবে’ নাটকটিতে কাজ করেছি। দর্শক বরাবরের মতো এবারো নাটকটি এনজয় করবে। এবং সাগর বেশ আয়োজন ও সময় নিয়ে কাজ করেত পছন্দ করেন আমিও ওর কাছে সেরকমটি করার চেষ্টা করি। তাই এ পর্যন্ত যতগুলো কাজ করেছি দু’জনই মনের মধ্যে আনন্দবোধ সৃষ্টি হয়েছে। এবং সেই আনন্দ দর্শকদের কাছে সংক্রামকভাবে ছড়িয়ে গেছে। এবারো তার ব্যতিক্রম হবে না।
অনলাইন: ঈদের জন্য জুঁই করিমের সঙ্গে কোনো কাজ হয়েছে?
মোশাররফ করিম: ঈদের জন্য জুঁইয়ের সঙ্গে কাজ করেছি কিন্তু এখনই বলতে চাইছি না।
অনলাইন: সম্প্রতি ফেসবুকে অ্যাকটিভ হয়েছেন তার কারণ কি?
মোশাররফ করিম: আসলে আমার ফেসবুক অ্যাকাউন্ট অনেক আগেই ছিলো অলস প্রকৃতির বলে এটি নিয়ে কখনো ভাবিনি বা সময় দেয়নি। পরে দেখলাম সব লোকজন সুবিধার না। অনেকে আমার নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট চালিয়ে প্রতারণা করছে। কেউ কেউ আবার মিথ্যে সংবাদ দিয়ে বলেন, মোশাররফ করিমের নাটকে নেয়া হবে এতো টাকা দিলে। সবকিছু মিলিয়ে তখন ফেসবুককে ফেরিভাইড করলাম এবং একটি ফ্যান পেজ আছে সেটিও ফেরিভাইড করলাম। আমি চাই মিথ্যে মোশাররফ করিমের সঙ্গে নন সত্যি মোশররফ করিমের সঙ্গে দর্শকরা যুক্ত থাকুক।
অনলাইন: পরবর্তী অন্য কোনো সিনেমায় কাজ করছেন?
মোশাররফ করিম: এরইমধ্যে কিছু ছবির পরিকল্পনা চলছে। কিন্তু আমার কাছে যা ভালো লাগবে তাই করবো। সেই ভালো লাগা যদি আমার মতো হয় অবশ্যই করবো। সেটি যৌথ প্রযোজনার গল্প হোক বা মৌলিক গল্প হোক। মূল কথা হচ্ছে, ভালো লাগলে সব করবো, ভালো না লাগলে কিছুই করবো না ঘরে বসে থাকবো। ভালো না লাগলে ভাতও খাব না।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন