ভালো নেই নায়িকা শাবনূর
চিত্রনায়িকা শাবনূর, যিনি ছিলেন এক সময়ের ‘ঢাকাই’ চলচিত্রের লাস্যময়ী তারকা। তবে চলচ্চিত্র থেকে কয়েক বছর দূরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। বর্তমানে শাবনূর রয়েছেন অস্ট্রেলিয়াতে।
শুক্রবার রাতে শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী ভক্তদের দুঃসংবাদ দিয়ে জানিয়েছেন, শাবনূর ভালো নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ, থাইরয়েড রোগে আক্রান্ত।
শাহজাহান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে শাবনূর থাইরয়েড রোগে ভুগছেন। হঠাৎ করেই সারা শরীর কেঁপে ওঠে তার। পুরো একবছর শাবনূরকে নিয়মিত ওষুধ খেতে হবে। থাইরয়েড রোগটির বিভিন্ন লেভেল রয়েছে। এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেকে মোটা হয়, আবার অনেকে শুকিয়ে যায়। শাবনূরের শরীর অসুস্থতার জন্য দিনদিন শুকিয়ে যাচ্ছে। সবমিলিয়ে তিনি ভালো নেই।
মেয়ের সঙ্গে তার প্রতিদিন কথা হয় জানিয়ে তিনি বলেন, আগামী ঈদে শাবনূরের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
প্রায় ১১ মাস পর গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন শাবনূর। এরপর মার্চেই আবার অস্ট্রেলিয়ায় উড়াল দেন। ২০১১ সালের ডিসেম্বরে যশোরের ছেলে অনিককে বিয়ে করে প্রবাসী হয়েছেন ঢাকাই ছবির একসময়ের শীর্ষ নায়িকা শাবনূর।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













