‘ভালো পারফর্ম করলেই দলে সুযোগ হয়ে যায়’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, আমরা যখন দল নির্বাচন করতে বসি তখন আমরা কাউকেই এড়িয়ে যাই না। আমাদের ওয়ানডে দল এখন অনেকটা পরিবর্তনহীন। তার মানে এই না যে এই দলে কেউ স্থায়ী। পারফরম্যান্স অনেক সময় সুযোগ তৈরি করে দেয়।
তিনি বলেন, যারা আমার সাথে কথা বলে আমি তাদের বলি পারফর্ম কর। পারফর্ম করলে সুযোগ হয়ে যায়। এর আগে লিটন দাস, রনি তালুকদার এক বছর অনেক রান করেই জাতীয় দলে এসেছিল। তবে টেস্ট দল নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে। যারা পারফর্ম করছে তারা পারফর্ম করতে থাকলে আমাদের হাতে কিছু অপশন থাকবে।
তিনি আরো বলেন, আমরা কাউকে সহজে দলে নিই না, কাউকে সহজে বাদও দিই না। তবে সবচেয়ে ভালো হয় যদি ‘এ’ দলের কোন সিরিজ থাকে। তাহলে আমাদের জন্য যেমন কাজটা সহজ হয় তেমনি খেলোয়াড়রাও বুঝতে পারে সে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন