‘ভালো পারফর্ম করলেই দলে সুযোগ হয়ে যায়’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, আমরা যখন দল নির্বাচন করতে বসি তখন আমরা কাউকেই এড়িয়ে যাই না। আমাদের ওয়ানডে দল এখন অনেকটা পরিবর্তনহীন। তার মানে এই না যে এই দলে কেউ স্থায়ী। পারফরম্যান্স অনেক সময় সুযোগ তৈরি করে দেয়।
তিনি বলেন, যারা আমার সাথে কথা বলে আমি তাদের বলি পারফর্ম কর। পারফর্ম করলে সুযোগ হয়ে যায়। এর আগে লিটন দাস, রনি তালুকদার এক বছর অনেক রান করেই জাতীয় দলে এসেছিল। তবে টেস্ট দল নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে। যারা পারফর্ম করছে তারা পারফর্ম করতে থাকলে আমাদের হাতে কিছু অপশন থাকবে।
তিনি আরো বলেন, আমরা কাউকে সহজে দলে নিই না, কাউকে সহজে বাদও দিই না। তবে সবচেয়ে ভালো হয় যদি ‘এ’ দলের কোন সিরিজ থাকে। তাহলে আমাদের জন্য যেমন কাজটা সহজ হয় তেমনি খেলোয়াড়রাও বুঝতে পারে সে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন