‘ভালো পারফর্ম করলেই দলে সুযোগ হয়ে যায়’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, আমরা যখন দল নির্বাচন করতে বসি তখন আমরা কাউকেই এড়িয়ে যাই না। আমাদের ওয়ানডে দল এখন অনেকটা পরিবর্তনহীন। তার মানে এই না যে এই দলে কেউ স্থায়ী। পারফরম্যান্স অনেক সময় সুযোগ তৈরি করে দেয়।
তিনি বলেন, যারা আমার সাথে কথা বলে আমি তাদের বলি পারফর্ম কর। পারফর্ম করলে সুযোগ হয়ে যায়। এর আগে লিটন দাস, রনি তালুকদার এক বছর অনেক রান করেই জাতীয় দলে এসেছিল। তবে টেস্ট দল নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে। যারা পারফর্ম করছে তারা পারফর্ম করতে থাকলে আমাদের হাতে কিছু অপশন থাকবে।
তিনি আরো বলেন, আমরা কাউকে সহজে দলে নিই না, কাউকে সহজে বাদও দিই না। তবে সবচেয়ে ভালো হয় যদি ‘এ’ দলের কোন সিরিজ থাকে। তাহলে আমাদের জন্য যেমন কাজটা সহজ হয় তেমনি খেলোয়াড়রাও বুঝতে পারে সে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন