ভালো বাসতে শিখো…কবিতা
ভালো বাসতে শিখো
মোঃ সেলিম খাঁন,
ভালো বাসতে শিখো তাকে,
মাথার ঘাম পায়ে ফেলে যারা
-মাঠের ফসল কাটে,
এ সমাজে অবহেলিত যারা
-মানুষের দ্বারে ঘুরে!
ভালো বাসতে শিখো তারে।
দু-টাকার লয়ে বোঝা টানে যারা
রেলওয়ে সারি ধরে,
ভালো বাসতে শিখো তারে।
যন্ত্রনা বুকে হা-হা কার করে যারা,
রাজ পথে পড়ে মরে,
ভালো বাসতে শিখো তারে।
বাবা-মা হারা সন্তানেরা ,
রাজ পথে ক্যানো ঘোরে
ভালো বাসতে শিখো তারে।
দরিদ্রের কান্নায় চক্ষু জল ক্যানো,
নিরবে ঝড়ে পড়ে
ভালো বাসতে শিখো তাদের ।
জাগ্রত করো তোমাদের বিবেক,
হে বাংলার নব বীড়
ভালো বাসতে শিখো তাদের ।
চেতনাশীল হও তাদের প্রতি,
যারা দু-মুঠো খাবারের তরে
অন্যের দ্বারে ঘোরে
ভালো বাসতে শিখো তাদের ।
স্নেহশীল হও সকল শ্রেনীর মানুষের প্রতি,
আছে যতো মনের জঞ্জাল ছুড়ে ফেলে দাও
হে বাংলার নব বীড়
ভালো বাসতে শিখো তাদের ।
সকল সংসয় ভেদাভেদ ভুলে,
দরিদ্রের মুখে হাসি ফুটাতে শিখো
হে বীড় বাঙ্গালি নব চেতনার নব বীড়
ভালো বাসতে শিখো তাদের ।
এই সংক্রান্ত আরো সংবাদ
আহা চিকুনগুনিয়া !
ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন
‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’
চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন
ধর্ষিতা মেয়েটির গল্প
পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন