ভাল মানুষের চরিত্রে ডিপজলের ’অনেক দামে কেনা’ অনবদ্য আরেকটি ছবি
‘অনেক দামে কেনা’ ছবির গল্প গতানুগতিক ছবিগুলোর চেয়ে আলাদা। প্রেম-বিরহ থাকলেও তা উপস্থাপন করা হয়েছে অন্যভাবে। ছবিতে অভিনেতা ডিপজলকে একজন ভালো মানুষ হিসেবেই দেখা যাবে। একাকীত্ব কাটাতে তিনি দুস্থ মানুষের সেবা করেন। একদিন তার সঙ্গে পরিচয় হয় বাপ্পির। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। এক সময় বাপ্পির কাছে ডিপজল নিজের অতীতের কথা খুলে বলেন। ফ্ল্যাশব্যাকে উঠে আসে ডিপজলের অতীত।
ছবিতে থাকবে পুষ্প নামের এক অন্ধ মেয়ের গল্প। মাহিয়া মাহি জানান, পুষ্প চরিত্রে দেখা যাবে আমাকে। অন্ধ চরিত্রে আমার প্রথম অভিনয়। তিনি জানান, এ চরিত্রটি আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একজন সুস্থ মানুষের অন্ধ চরিত্রে অভিনয় করা সহজ ব্যাপার নয়। অভ্যস্ততার বাইরে গিয়ে চোখ বন্ধ অবস্থায় চরিত্রের খুঁটিনাটি ফুটিয়ে তোলা অনেক বেশি কঠিন।
‘সিটি লাইটস’ ছবিটির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু। তিনি ছবির গল্প সম্পর্কে জানালেন, এ ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন খল অভিনেতা ডিপজল। এর গল্পে দেখা যাবে ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানান ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে ওঠে আসে মাহির সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্কের কথা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন