ভিক্ষুকের পাওনা টাকায় সংসার চলছে
ভিক্ষুক : স্যার, আগে তো আমাকে প্রতিদিন দশ টাকা করে দিতেন। তারপর দিতেন পাঁচ টাকা করে। আজ ক’দিন হলো এক টাকা করে দিচ্ছেন…
লোক: আগে আমি অবিবাহিত ছিলাম। তারপর আমার বিয়ে হলো। ক’দিন হলো আমার একটা সন্তান হয়েছে…
ভিক্ষুক : আমার পাওনা টাকায় সংসার চালাচ্ছেন?
—-_—-_—–_——
কম্পিউটার শিক্ষক : নিজ অক্ষের উপর একবার ঘুরতে পৃথিবী সময় নেয় চব্বিশ ঘণ্টা।
শিশুছাত্র : চব্বিশ ঘণ্টা! এত্ত সময়! পৃথিবী নিজেকে এখনো আপগ্রেড করে নিচ্ছে না কেন?
——-_—–_—–_—-
স্কুলে ‘একটি দরিদ্র পরিবার’ সম্বন্ধে রচনা লিখতে দিলে ধনী ব্যবসায়ীর এক মেয়ে লিখে-
আমাদের এই শহরে পাকা বাড়িতে এক দরিদ্র পরিবার বাস করে। বাড়ির কর্তা-গিন্নী দু’জনইে গরিব। তাদের ছেলে-মেয়েরা খুব গরিব। বাসার চাকর-বাকররা পর্যন্ত গরিব। তাদের তিনজন বাবুর্চির প্রতেক্যেই গরিব। এমনকি তাদের চারজন গাড়ির ড্রাইভারও গরিব। বাগানের যে তিনজন মালি, তারাও গরিব।
—_—–_——_—–
শিক্ষক : বলো তো আনিস, কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারে না?
আনিস : মরা পাখি স্যার।
—-_—–_——_—–
জ্যোতির্বিজ্ঞানী : এবার যে তারাটা আপনাকে দেখাবো, তার আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগে সাত ঘণ্টা।
উৎসাহী মূর্খ : তাহলে আজ থাক। আমার অতক্ষণ অপেক্ষা করার সময় নেই।
—–_—–_—–_—–
এক কৃপণ বাবা-মা তাদের ছেলের চতুর্থ জন্মদিনে কী উপহার দেয়া যায় সেটা নিয়ে আলাপ করছিল।
মা: আমাদের টুকুনের জন্মদিনে এবার আমরা কী দিচ্ছি?
বাবা : গত বছর আমরা ওকে কী দিয়েছিলাম?
মা: একটা বেলুন।
বাবা : ঠিক আছে। এ বছর ওকে বেলুনটা ওড়াতে দাও।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন