ভিক্ষুক হত্যাকাণ্ডে একজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে ভিক্ষুক হত্যা মামলায় মুকুল হোসেন(৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে খালাস পেয়েছেন মামলার অপর ৫ আসামি। আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামের মেছার শেখের ছেলে।
ভিক্ষুক হত্যা মামলায় পুলিশের অভিযোগপত্র সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামের ভিক্ষুক সবুর উদ্দিনের স্ত্রীর সাথে একই গ্রামের ৫-৬ জনের দীর্ঘদিন ধরে দৈহিক সম্পর্ক চলে আসছিল। বিষয়টি ভিক্ষুক সবুর উদ্দিন জানতে পেরে গ্রামের মাতবরদের অবগত করেন। পরে কয়েকজন মিলে ভিক্ষুক সবুর উদ্দিনকে হত্যার পরিকল্পনা করে। ২০১৩ সালের ২৫ জুলাই সকালে তারা সবুর উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে তার লাশ ঘোড়াচড়া ব্রিজ এলাকার আছের আলীর আখ খেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ না করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এর পরে পুলিশের তদন্তে হত্যাকারীদের নাম বেরিয়ে আসে। নিহতের স্ত্রী ফাতেমা বেগমের সাথে পরকিয়ায় লিপ্ত একই গ্রামের জেছার শেখের ছেলে মুকুল হোসেন (৫০), বেলায়েত আলীর ছেলে আবু তাহের (৪৫), আছাদ বক্সের ছেলে তরিকুল ইসলাম (২৫), আবু খয়রাতির ছেলে আব্দুর রাজ্জাক (৪০), জামায়াত আলীর ছেলে বাবলু ও সামাদ মণ্ডলের ছেলে হায়দার মেকারকে অভিযুক্ত করে ২০১৪ সালের ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই বদিউজ্জামান। ওই মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য-প্রমাণ শেষে আজ মঙ্গলবার আদালত আসামি মুকুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি ৫ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের এপিপি সিরাজুল ইসলাম এ রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন