ভিত্তিহীন সংবাদ প্রকাশে চটেছেন শাকিব খান


শাকিব খানকে নিয়ে একটি অনলাইনে ভিত্তিহীন সংবাদ প্রকাশ হওয়ার পর চটেছেন তিনি। কলকাতায় ‘নবাব’ চলচ্চিত্রের শুটিংয়ের কাজে ব্যস্ত শাকিব খান ১৮ ডিসেম্বর রোববার তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, ‘সংবাদটি পুরোপুরি ভুয়া’।
শাকিব খান বলেন,‘ সবকিছুরই একটা সীমা থাকা দরকার। আমি এখন ‘নবাব’ চলচ্চিত্রের শুটিংয়ে কলকাতায় রয়েছি। ঢাকায় না থাকার কারণে যার যা খুশি তাই বলে দিবে, তা তো হয় না। এগুলো কি ধরনের ফাইজলামি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাকে নিয়ে যে যা খুশি বলবে-লিখবে, আর আমি চুপ করে থাকব। এটা হতে পারে না। খবর প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘রাজাবাবু চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর আমার সাথে পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে একদিন কথা হয়েছিল। এরপর আর কোনো কথাই হয়নি। কিন্তু গণমাধ্যমের খবরে দেখলাম, আমি নাকি তার নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তি করেছি এবং আমাকে টাকাও দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, চুক্তিবদ্ধ হয়ে অর্থ নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হয়েছে। আমার পরিবর্তে ছবিতে নায়ক হিসেবে নেওয়া হচ্ছে আরেকজনকে। অথচ আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না।’
১৭ ডিসেম্বর ‘শাকিব বাদ, শুভকে নিয়ে রংবাজ ২’, এমন শিরোনামে এনটিভি অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। এতে বলা হয়, ‘রংবাজ ২’ চলচ্চিত্র থেকে শাকিবকে বাদ দেওয়া হয়েছে। ওই সংবাদে পরিচালক বদিউল আলম খোকনের বক্তব্য প্রকাশ হয় এমন যে, ‘এই ছবি শাকিব খানকে নিয়ে করার কথা ছিল, তাকে সাইনিং মানিও দেওয়া হয়েছিল। কিন্তু আমি এরই মধ্যে ঘোষণা দিয়েছি যে শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না। সে কারণে এই ছবিতে আরিফিন শুভকে নেওয়া হয়েছে।’
কিন্তু পরিচালক বদিউল আলম খোকন বলছেন ভিন্ন কথা। তিনি দাবি করেন, ‘রংবাজ ২’ নামে কোনো চলচ্চিত্রই তিনি নির্মাণ করছেন না। এ ছাড়াও শাকিবকে বাদ দেওয়া, চুক্তিপত্র বাতিলসহ এসব নিয়ে কোনো কথাই সাংবাদিকদের সঙ্গে তিনি বলেননি।
১৮ ডিসেম্বর দুপুরে খোকন বলেন, ‘আমি তো এ বিষয়ে কিছুই জানি না। আর ‘রংবাজ ২’ নামে কোনো সিনেমাও নির্মাণ করছি না। আমি সামনের জানুয়ারিতে ‘তুমি আমার প্রিয়া’ নামে একটি ছবি বানাব আরিফিন শুভ আর মাহিকে নিয়ে। আর শাকিবের সঙ্গে আমার মাত্র একদিনই কথা হয়েছে। সেখানে সাইনিং মানির প্রসঙ্গ আসে কীভাবে তা আমি জানি না। কারা এসব নিউজ করেছে তাও আমি জানি না।’
বর্তমানে কলকাতায় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার নতুন চলচ্চিত্র ‘নবাব’ এর কাজ করছেন শাকিব। তার বিপরীতে রয়েছেন শুভশ্রী। এ ছাড়া গত ৯ ডিসেম্বর শাকিব অভিনীত নতুন চলচ্চিত্র ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন শফিক হাসান। প্রিয়.কম
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













