মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিভিন্ন দেশে ভালোবাসা দিবসের মজার যতো অদ্ভুদ নিয়ম

ভালোবাসার দিনকে ঘিরে কী কী পরিকল্পনা চলছে? প্রিয়জনের জন্যে এই ভালোবাসা দিবসে নিশ্চয়ই মজার আর চমকে দেওয়ার মতন কিছু করার কথা ভাবছেন? সেই সাথে চিরাচরিত রীতি অনুযায়ী একটা লাল গোলাপ তো থাকছেই! কিন্তু আপনি কি জানেন কেবল গোলাপ ফুল দেওয়াই নয়, ভালোবাসা দিবসকে ঘিরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে অদ্ভূত আর অন্যরকম কিছু প্রথা। চলুন চোখ বুলিয়ে আসি সেই ঐতিহ্যবাহী প্রথাগুলোর ওপর।

১. ক্ষেতে চাষ করা- স্লোভেনিয়া

ভালোবাসা দিবসকে ঘিরে যেখানে নানা দেশে নানারকম রোমান্টিক রীতি-নীতি রয়েছে, স্লোভেনিয়ার কথা সেখানে একেবারেই আলাদা। সেইন্ট ভ্যালেন্টাইকে এখানে বসন্তের দূত বলে মনে করা হয়। আর তাই ১৪ ফেব্রুয়ারী আসলেই দেশটিতে শুরু হয়ে যায় চাষবাসের কাজ ( ওডি )। বিশেষ করে ভ্যালেন্টাইন দিবসে তো কাজ করা অবশ্যই জরুরী। কারণ এ দিনেই ভ্যালেন্টাইন এসে গাছ আর ফুলের শিকড়ের তালা খুলে দিয়ে যায় আর আবাদের শুরু করে দিয়ে যায় বলে ধারণা সবার। এ দিন পাখিরা তাদের ভালোবাসার পাখিকে বিয়ে করে বলে মনে করে তারা। তাই ভালোবাসা দিবসে পুরোটা দিন ক্ষেতেই কাটিয়ে দেয় স্লোভেনিয়ার মানুষেরা।

২. ছেলেদেরকে চকোলেট উপহার দেওয়া- জাপান

সাধারনত ভালোবাসা দিবসে পুরুষেরাই নারীদেরকে চকোলেট উপহার দিয়ে থাকলেও জাপানে নিয়মটা একটু আলাদা। এদিন ভালোবাসা দিবসে সবাইকেই চকোলেট উপহার দেয় নারীরা। তবে চকোলেটেরও রকমফের আছে। যদি চকোলেটটি হয় গিরি-চকো তাহলে বুঝতে হবে সেটা কোন রোমান্টিকতা বহন করছেনা। তবে যদি চকোলেটটি হয় হোনমেই-চকো তাহলে বুঝতে হবে যে নারী সেই পুরুষের প্রতি ভালোবাসা নিবেদন করছে ( টুডে আই ফাউন্ড আউট )। উত্তরটা অবশ্য তখনই দিতে হয়না পুরুষকে। এর ঠিক এক মাস পর মার্চের ১৪ তারিখে হোয়াইট ডে তে উত্তর আশা করে নারীরা। এই দিনে পুরুষেরা তাদের ভালোবাসার নারীকে চকলেটের দুই থেকে তিনগুন দামী উপহার দেওয়ার মাধ্যমে প্রেম নিবেদন করে।

৩. মাটির দলায় ভালোবাসার মানুষের নাম লেখা- গ্রেট ব্রিটেন

ব্রিটেনের নারীরা ভালোবাসা দিবসে চারটি তেজপাতাকে পিন দিয়ে একসাথে ফুটিয়ে এরপর সেটাকে বালিশের এক কোণায় রেখে দেয়। সেই সাথে ডিমও খায়। মনে করা হয় এরপর তারা রাতে স্বপ্নে যার চেহারা দেখবে সেই তার ভালোবাসার মানুষ এবং পরবর্তী জীবনে স্বামী হবে। এছাড়াও মাটির একটি বলের ভেতরে ভালোবাসার মানুষের নাম লিখে পানিতে ডুবিয়ে দেয় তারা। যে নামটি প্রথমে ভেসে ওঠে তাকেই স্বামী বলে মনে করে তারা ( ওডি )। যদিও ইদানিং এই প্রথাগুলোর ব্যবহার অনেকটাই কমে গিয়েছে দেশটিতে।

৪. বিলাপ অনুষ্ঠান করা- দক্ষিণ কোরিয়া

জাপানের মতনই দক্ষিণ কোরিয়াতেও ভালোবাসা প্রকাশ করে নারীরা চকোলেটের মাধ্যমে। আর সেটা ফেরতও পায় হোয়াইট ডে তে। তবে যারা এরপরেও একলা থেকে যায় এবং ভালোবাসা ফিরে পায়না তাদের জন্যে পরবর্তীতে বিলাপ করার অনুষ্ঠান করে তারা। এ অনুষ্ঠানে একলা নারীরা একলা থাকা নিয়ে বিলাপ করে কষ্ট প্রকাশ করে ( ডেইলি সাবাহ )।

৫. ছবি পোড়ানো- ফ্রান্স

অবাক হচ্ছেন? ভাবছেন ভালোবাসলে আবার তার ছবি কেন পোড়াবে কেউ? কিন্তু বাস্তবে এমনটাই করা হয় ফ্রান্সে। সেখানে এক রীতি অনুযায়ী মানুষ একটি ঘরে প্রবেশ করে আর একে অন্যের দিক থেকে মুখ ফিরিয়ে থাকে। পরে একে অন্যকে দেখে তারা আর অন্যপক্ষকে পছন্দ না হলে চুপচাপ স্থান ত্যাগ করে চলে যায়। তবে কেউ যদি কাউকে না করে দেয় বা ছেড়ে চলে যায় সেক্ষেত্রে সেই মানুষটির ছবি পুড়িয়ে ফেলার রীতিও রয়েছে এ দেশে ( টুডে আই ফাউন্ড আউট )!

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়