ভিভ রিচার্ডস,পন্টিংয়ের পাশে অলরাউন্ডার সাকিব আল হাসান

প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২১৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে হতাশ করেন সাকিব আল হাসান। কোনো রান করতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।
ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে শূণ্য রানে আউট হলেন সাকিব। এর আগে আরও পাঁচ ব্যাটসম্যান অপ্রত্যাশিত এ রেকর্ড বুকে নিজেদের নাম লিখান।
প্রথম ইনিংসে রেকর্ড গড়েছিলেন সাকিব। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে তার ব্যাট থেকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে? অহেতুক শট খেলতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দেন বাঁহাতি ব্যাটসম্যান। স্পিনার স্যান্টনারের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন সাকিব।
টেস্ট ক্যারিয়ার এ নিয়ে তৃতীয়বারের মত শূণ্য রানে আউট হলেন সাকিব। ২০০৯ সালের পর এবারই প্রথম শূণ্য রানে আউট হলেন সাকিব। সেবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে শূণ্য রানে আউট হবার পর দ্বিতীয় ইনিংসে সাকিব করেন ৪৬ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন