ভিলিয়ার্সের লজ্জার রেকর্ড!

আন্তর্জাতিক ক্রিকেটের দারুণ সব রেকর্ড নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এবার লজ্জার এক রেকর্ড গড়লেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন ভিলিয়ার্স। ১৯১২ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে কোনও টেস্টের উভয় ইনিংসেই ‘ডাক’ মারলেন তিনি।
চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র দুই বল মোকাবেলা করেই স্টুয়ার্ট ব্রডের বলে জো রুটকে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ভিলিয়ার্স। এরপর দ্বিতীয় ইনিংসেও ঠিক দুই বল খেলেই শূন্য রানে আউট হন দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ভিলিয়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জেমস অ্যান্ডারসন।
এর আগে সর্বশেষ ১৯১২ সালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লুইস টেনক্রেড ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের উভয় ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন।
জানিয়ে রাখা ভাল, এই নিয়ে সর্বশেষ তিন টেস্ট ইনিংসেই শূন্য রানে আউট হন ডি ভিলিয়ার্স। সেঞ্চুরিয়ান টেস্টের আগে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন