ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণ
বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের মালয়েশিয়া যেতে আর ভিসা লাগবে না। একই সাথে মালয়েশিয়ার সরকারী কর্মকর্তারা বাংলাদেশে ভিসামুক্ত চলাচল করতে পারবেন। দুদেশের সরকারী কর্মকর্তাদের ভিসা মুক্ত চলাচল ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা নেওয়া ছাড়াই ভ্রমণ করতে পারবেন। প্রতিবার ভ্রমণে তাঁরা এক মাস অবস্থান করতে পারবেন।
গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর সফরকালে পুত্রাজায়ায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়। আজ থেকেই চুক্তিটি কার্যকর হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এই চুক্তি কার্যকর হওয়ার ফলে দুদেশের রাজনৈতিক পর্যায়ে ও মাঠপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। এটা দুদেশের গভীর ও আন্তরিক সম্পর্কের নিদর্শন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরকালে পুত্রাজায়ায় এ সংক্রান্ত চুক্তি সই হয়েছিল। এই চুক্তি কার্যকর হওয়ার দিন থেকে পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে। তারপর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্যে বর্ধিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন