শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভিড় নেই গাবতলীতে, ভাড়া বেশি নেয়ার অভিযোগ

ঈদ-উল আজহাকে সামনে রেখে মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে বিক্রি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট। টিকিট বিক্রির প্রথমদিনে টিকিট সংগ্রহের হিড়িক লেগে গেলেও ভিড় ছিলো না দ্বিতীয় দিনে।

বুধবার (২৪ আগস্ট) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে সরজমিনে এমন চিত্রের দেখা মেললো।

দেখা যায়, বাসস্ট্যান্ডে বসে আছেন কয়েকজন নিয়মিত যাত্রী। অগ্রিম টিকিট কেনার জন্য তেমন কোনো যাত্রী নেই।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাবতলীর এ বাসস্ট্যান্ড থেকে দেশের উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলের লোকজন যাতায়াত করে।

বাসস্ট্যান্ডের থাকা কয়েকটি টিকিট কাউন্টারের কর্মচারী জানান, বুধবার ৮ থেকে ১০ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। তবে সব কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না।

হানিফ পরিবহনের সেলসম্যান মিন্টু বলেন, আজ তেমন ভিড় নেই, তাই বিক্রি নেই। তবে গতকাল মোটামুটি ভালই বিক্রি হয়েছে।

পরিজনের সঙ্গে ঈদ করতে ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে কোটালিপাড়া যাবেন আহমেদ হোসেন। তাই বাসের অগ্রিম টিকিট কিনতে এসেছিলেন গাবতলী বাসস্ট্যান্ডে।

তিনি অভিযোগ করেন, আগের তুলনায় টিকিটের দাম ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগে টিকিট ছিলো সাড়ে ৩০০ টাকা। কিন্তু এখন নেওয়া হচ্ছে সাড়ে ৫০০ টাকা। দিগন্ত পরিবহনসহ আরও বেশ কয়েকটি পরিবহন বেশি ভাড়া রাখছে।

এদিকে দিগন্ত পরিবহনের সহকারী ম্যানেজার মিঠুর দাবি, সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী তারা অগ্রিম টিকিট বিক্রি করছেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে আগের তুলনায় টিকিটের মূল্য সামান্য বেড়েছে। কিন্তু সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে।

ঈদের আগে ঢাকা থেকে কোটালিপাড়ার বাসের ভাড়া ছিল সাড়ে ৩০০ টাকা। তবে ঈদ উপলক্ষে নেওয়া হচ্ছে ৫০০ টাকা।

এ সময় তিনি অতিরিক্ত ৫০ টাকা বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

এদিকে সংশ্লিষ্টরা জানান, গাবতলী মূল বাসস্ট্যান্ডে উত্তরবঙ্গগামী দূরপাল্লার পরিবহনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে না। এ সব স্থানের অগ্রিম টিকিট রাজধানীর কল্যাণপুর, মাজার রোড, টেকনিক্যাল, আসাদগেট এলাকাস্থ টিকিট কাউন্টারগুলোতে পাওয়া যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীবিস্তারিত পড়ুন

হাইকোর্টে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত

হাইকোর্ট বিভাগে ১২ জন বিচারপতিকে আপাতত প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়াবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি হেঁটে দেখলেন ড. ইউনূস

জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়বিস্তারিত পড়ুন

  • মাধ্যমিকে ফের চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন
  • শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ
  • ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু
  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত, আজষ্টমী ও কুমারী পূজা
  • যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সরকারকে সেলিমা রহমান
  • রাস্তা দ্রুত মেরামত না হলে উত্তর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • ডিমের বাজারে আগুন: মিডিয়াকে দুষলেন প্রাণিসম্পদ উপদেষ্টা