শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ভুটানের জলবিদ্যুতে অংশীদারিত্ব চায় বাংলাদেশ’

ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ উৎপাদনে অংশীদারিত্ব চেয়েছে বাংলাদেশ।

রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে বুধবার বিকেলে বাংলাদেশ-ভুটানের সচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, ভুটানের যুগ্ম সচিব সোনাম পি ওয়ান্ডি ছাড়াও ভুটান ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করবে এমনটি দীর্ঘদিন শোনা গেলেও বিষয়টি এখনো ঝুলে থাকার কারণ জানতে চাইলে মনোজ কুমার রায় বলেন, ‘জলবিদ্যুতের বিষয়টি ঝুলে আছে এটা ঠিক নয়। জলবিদ্যুৎ নিয়ে আলোচনা চলছে। আমরা জলবিদ্যুৎ আমদানি করতে চাই। কিন্তু ভুটানের সঙ্গে সরাসরি বর্ডার না থাকায় সরাসরি বিদ্যুৎ আমদানিতে কিছু জটিলতা তৈরি হয়েছে। এ জন্য আরো কিছু কাজ বাকি রয়েছে। যা পূরণ হলেই ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনে অংশীদার হতে পারব।’

তিনি বলেন, ‘কিছু প্রক্রিয়া নিরসনে ভুটান বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আশা করি দুই দেশের আলোচনায় বিষয়টি সমাধান হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভুটানে বাংলাদেশি ৯০টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার সুযোগ পাচ্ছে। এদেশে ভুটানের ১৮টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ পাচ্ছে। তবে নতুন করে ভুটান ট্রেট্টা প্যাক জুস, পাথর শুল্কমুক্ত সুবিধা চায়। বংলাদেশ ভুটানে পেয়ারা ও আনারস শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে। এ নিয়ে আলোচনার মাধ্যমে সিন্ধান্ত নেবে দুই দেশ।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পণ্যের মান নিয়ে বাংলাদেশ ও ভুটানের মান নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে ভিন্নমত ছিল। ফলে কাঁচামালের ছাড়পত্রের দীর্ঘসূত্রিতার কারণে নষ্ট হয়ে যেত অনেক পণ্য। এ সমস্যা সমাধানে উভয় দেশের মান নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হচ্ছে।

ভুটানের যুগ্ম সচিব সোনাম পি ওয়ান্ডি বলেন, বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো ভালো। ফলে বাংলাদেশের নদীপথ বিশেষ করে চট্টগ্রাম, মংলা ও বুড়িমারী বন্দর ব্যবহারের অনুমতি চায় ভুটান। এতে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের আরো প্রসার ঘটবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীবিস্তারিত পড়ুন

হাইকোর্টে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত

হাইকোর্ট বিভাগে ১২ জন বিচারপতিকে আপাতত প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়াবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি হেঁটে দেখলেন ড. ইউনূস

জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়বিস্তারিত পড়ুন

  • মাধ্যমিকে ফের চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন
  • শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ
  • ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু
  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত, আজষ্টমী ও কুমারী পূজা
  • যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সরকারকে সেলিমা রহমান
  • রাস্তা দ্রুত মেরামত না হলে উত্তর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • ডিমের বাজারে আগুন: মিডিয়াকে দুষলেন প্রাণিসম্পদ উপদেষ্টা