‘ভুলে যাওয়া’ একটি মানসিক রোগ
আজকাল কম বা বেশি আমাদের সবার মধ্যে একটি সাধারণ সমস্যা দেখা যায়। আর তা হলো কোনো কিছু করতে ভুলে যাওয়া বা কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো অংশ মনে না থাকা। এ সমস্যাটিকে আমরা খুব হালকাভাবে নিলেও এটি এক ধরণের মানসিক রোগ, মেডিকেলের ভাষায় যাকে বলা হয় ‘মেমোরি লস’ বা ‘পারসিসটেন্ট ফেইলর’।
ধীরে ধীরে এই রোগটি কোনো ব্যক্তিকে হতাশাগ্রস্ত করে ফেলতে পারে। যা ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও অনেক প্রভাব ফেলে।
কিছু মনে রাখার বিষয়টি সরাসরি ব্রেইনের সঙ্গে সম্পৃক্ত যার মাধ্যমে ব্যক্তি মস্তিষ্কে তথ্য গুছিয়ে রাখে, কাউকে সেই তথ্য দেয়। অনেক সময় কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও এই সমস্যা হয়ে থাকে। আবার মানসিকচাপে থাকলে, কোনো বিষয়ে হতাশ বা রেগে থাকলেও কারো মধ্যে এই ভুলে যাওয়া রোগ দেখা দিতে পারে। তাই প্রথম থেকেই এই সমস্যার বিষয়ে সচেতন থাকতে হবে। কোনোভাবেই ভুলে যাওয়ার অভ্যাসকে বাড়তে দেয়া যাবে না। যেভাবে এই রোগের চিকিৎসা করবেন;
স্বাস্থ্যকর ডায়েট চার্ট অনুসরণ করুন: স্বাস্থ্যকর ও ফ্রেশ খাবার খান যা শুধু ব্রেইনের জন্যই নয় শরীর ও পরিপাকতন্ত্রের জন্যও অনেক ভালো। প্রতিদিন সবুজ শাক-সবজি খাওয়ার সঙ্গে খাদ্য তালিকায় যেনো সুষম খাবার থাকে তা নিশ্চিত করুন। লো-ফেটযুক্ত খাবার যেমন চর্বিহীন মাংস, চামড়া ছাড়ানো হাঁস ও মুরগীর মাংস খান। মাছের তেল স্মরণশক্তি প্রখর করে।
পর্যাপ্ত সময় ঘুমান: স্মরণ শক্তিতে ঘুমের অনেক ভালো প্রভাব আছে। ঘুমের সময় ব্রেইন বিশ্রাম পায়। তাই যতোই কাজের চাপ থাকুক না কেনো প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুমাতে হবে।
ব্যায়াম করুন: ব্যায়াম করলে শুধু শরীর স্বাস্থ্য ফিট ও সুস্থ থাকে তা নয়, মনও প্রফুল্ল থাকে।পাশাপাশি ব্রেইন প্রখর হয়। স্মরণশক্তি বাড়ে।
গুছিয়ে কাজ করুন: ঘুম থেকে উঠে দিনের শুরুতেই মাথায় ঠিক করে ফেলুন সারাদিনে কী কী কাজ করেতে হবে। দরকার হলে কখন কোন কাজ করবেন তা লিখে ফেলুন। এতে কোনো কাজ বাদ পড়বে না। পাশাপাশি সবকিছু গুছানো থাকবে।একটা করে কাজ করা হয়ে গেলে পাশে টিক চিহ্ন দিয়ে দিন।
মানসিকভাবে সক্রিয় থাকুন: বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই অযথা বেকার বসে থাকবেন না। কোনো না কোনো কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন, সবকাজে ব্রেইন খাটাবেন। পড়া-লেখার পার্ট শেষ হয়ে গেলেও প্রতিদিন ভোরে কিছুক্ষণ অঙ্ক করুন। বিকেলে অনলাইন গেমস খেলুন। এতে ব্রেইন শার্প হবে। স্মৃতিশক্তি ও যুক্তি দক্ষতা বাড়বে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন