ভুল চিকিৎসায় ইউপি সদস্যের মৃত্যু, হাসপাতাল ভাংচুর
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভুল চিকিৎসায় সাবেক এক ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলা বায়োপ্যাথ হাসপাতালে এ ঘটনা ঘটে। উপজেলা সদর হাসপাতালের গাইনি চিকিৎসক নাজমুল হকের ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
এদিকে সাবেক ইউপি সদস্য শাহাজাহানের মৃত্যুর খবরে উত্তেজিত জনতা হাসপাতাল ভাংচুর করে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাদুর ইউনিয়নের সমেসপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. শাহাজাহান দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। শরীরে জ্বর অনুভব করলে তার স্ত্রী গত বৃহস্পতিবার ১১ টায় বায়োপ্যাথ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত রামগঞ্জ সরকারি হাসপাতালের চিকিৎসক নাজমুল হক তাকে ভর্তি করে ব্যবস্থাপত্র দেন। তবে তিনি পূর্বের ব্যবস্থাপত্র না দেখে জ্বর ও ব্যথার জন্য এক্সিপিন ২ গ্রাম, কটশন ইনজেকশন, রিসেন্ট প্লাস দিলে রোগীর অবস্থার অবনতি ঘটতে থাকে। শুক্রবার রাত ১১টা দিকে শাহজাহান মারা যায়।
এদিকে শাহজাহানের মৃত্যুর খবরে উত্তেজিত জনতা হাসপাতাল ভাংচুর করে। খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ডা. নাজমুল পালিয়ে যান। পরে মৃতের আত্মীয় স্বজন থানায় মামলা করার প্রস্তুতি নিলে হাসপাতাল কতৃপক্ষ দেড়লাখ টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে।
নিহতের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করে বলেন, ‘ডাক্তারের ভুলের কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’
বায়োপ্যাথ হাসপাতালের পরিচালক ডা. লোকমান উদ্দিন আজাদ জানান, পরিচিত রোগী হওয়ায় ডা. নাজমূল ইউপি সদস্যকে ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। আপনারা তার সঙ্গে কথা বলেন।’
এ ব্যাপারে জানতে চাইলে রামগঞ্জ সরকারি হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমুল হক বলেন, ‘মেম্বার হার্টের রোগী ঠিক আছে। তবে পরিচিত রোগী হওয়ায় আমি চিকিৎসা দিয়েছি। আমি ঢাকায় আছি। আসলে বিস্তারিত কথা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন