ভুল চিকিৎসায় শিশু মৃত্যু অভিযোগ, হাসপাতাল পরিচালক আটক
লক্ষ্মীপুরের রায়পুর শহরের মা ও শিশু প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় মো. সিয়াম (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আটক করা হয়েছে হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম রানাকে। ঘটনার পর থেকে দুই চিকিৎসক পলাতক রয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে ওই হাসপাতালে অপারেশন করার সময় সিয়ামের মৃত্যু হয়।
নিহত সিয়াম সোনাপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ও রায়পুরের পৌর মধুপুর গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।
পলাতক চিকিৎসকরা হলেন আবদুল রশিদ ও রহুল আমিন।
স্থানীয়রা জানান, ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হাসপাতালের পরিচালককে আটক করা হয়।
নিহত শিশু সিয়ামের মা পারভিন বেগম বলেন, দুপুরে ছেলের পেটের ব্যথা শুরু হলে এই ক্লিনিকে নিয়ে আসা হয়। ‘এপেন্ডিসাইটিস হয়েছে’ অপারেশন করতে হবে বলে জানান চিকিৎসক। রাতে অপারেশন করার সময় তার মৃত্যু হয়। ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন সিয়ামের মা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শিশু মৃত্যুর ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন