ভুল স্বীকার করলেন ধোনি

ডোয়াইন ব্রাভোর বলটা তিনি যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে পারেননি। তাইতো তার ব্যাট ছুঁয়ে যাওয়া বল থার্ডম্যানে স্যামুয়েলসের হাতে তালুবন্দি হয়।
ধোনি আউট হয়ে যাওয়ায় রান বন্যার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১ রানে হার মানে ভারত। ম্যাচ শেষে অবশ্য তিনি জানিয়েছেন যে তার চিন্তা সঠিক ছিল, কিন্তু কাজটি তিনি সঠিকভাবে করতে পারেননি।
ধোনি বলেন, ‘আমি মনে করি ম্যাচটিতে আমাদের অনেক ইতিবাচক দিক ছিল। আমরা ২৪৫ রান তাড়া করেছি। শেষ বল পর্যন্ত খেলেছি। আমি মনে করি পুরো সময় আমরা খেলায় ছিলাম। এমন কী শেষ বলটি সম্পর্কে আমার চিন্তাভাবনা সঠিক ছিল। আমি যেভাবে খেলতে চেয়েছিলাম সেটা সঠিক ছিল। কিন্তু সেভাবে খেলতে পারিনি। সেটাই ভুল হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আসলে আপনি বোলারকে দেখবেন। সে যেভাবে বল করে তার গুনাগুন বিচার করে শট খেলবেন। যদি বোলারকে বুঝতে পেরে আপনি সঠিক শটটি খেলতে পারেন তাহলে আপনি জিতবেন। আমি তার (ব্রাভোর) বলটি বুঝতে পেরেছিলাম। কিন্তু সেভাবে খেলতে পারিনি। আমি ভেবেছিলাম ওইদিকে যথেষ্ট জায়গা পাব। কিন্তু প্লেসমেন্ট ঠিকমতো না হওয়ায় সেটা সম্ভব হয়নি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন