ভুয়া ঋণে কোটি টাকা আত্মসাৎ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে এক কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীতে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকালে নগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়ার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ ফাইয়াজ আলম জানান।
গ্রেপ্তার রফিকুল ইসলাম অগ্রণী ব্যাংকের বাজুবাঘা শাখার ব্যবস্থাপক ছিলেন। এক বছর আগে অবসরে যান তিনি।
ফাইয়াজ আলম বলেন, বাজুবাঘা শাখায় দায়িত্ব পালনের সময় প্রায় ১৫-২০টি ভুয়া প্রতিষ্ঠানের নামে এক কোটি ১৩ লাখ টাকা ঋণ ইস্যু করেন রফিকুল ইসলাম। এরপর তিনি অবসরে চলে যান।
“পরে এই ঋণের টাকা আদায় না হলে ব্যাংক কর্তৃপক্ষ নিরীক্ষক দল পাঠালে তারা ওই সব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি।”
এ ঘটনায় গত ২০ জুলাই বাজুবাঘা শাখার ব্যবস্থাপক ইসহাক আলী বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামি করে চারটি মামলা করেন। থানা থেকে মামলাগুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও দুদকের এ কর্মকর্তা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন