ভূঞাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা-ছেলের মৃত্যু; আহত ৩

মো. ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আগতেরিল্লা গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্ল্যা গ্রামের ফজলুর হকের স্ত্রী শিরিন আক্তার (৩৫) ও ছেলে সেলিম (৫)। জানা যায়, ওই গ্রামে নিহতের বাড়ির পাশে তারা মিয়ার পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। এসময় শিশু সেলিম গোসল করতে পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় সেলিমের মা শিরিন আক্তার ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও তারের সাথে জড়িয়ে পড়েন। এসময় স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকতাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিহতদের উদ্ধার করতে গিয়ে আরো তিনজন আহত হন। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক আবু হানিফ বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কমকে জানান, নিহতের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউছার চৌধুরী জানান, বিদ্যুতের তারে মা ছেলের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন

তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন

ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন