ভূঞাপুরে শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
মো.ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের শেষ্ঠ মানব, হাজার বছরের শেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সামনে পতাকা উত্তোলন করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালী বের হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ করেচ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী প্রমুখ সহ উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগের সকল চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।
অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইবরাহীম খাঁ সরকারি কলেজের উদ্যোগে পুর্স্পণ ও র্যালী করা হয়। এতে উপস্থিত ছিলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রফেস বেনজীর আহম্মেদ, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন