ভূমিকম্পের কারণে কি এভারেস্টের উচ্চতা কমে গেছে? মেপে দেখবে ভারত!
নেপালে দু বছর আগে যে ভূমিকম্প হয়েছিল তাতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গেছে কিনা – তা নতুন করে মেপে দেখার উদ্যোগ নিয়েছে ভারতের জরিপ বিভাগ। ভারতের সার্ভেয়ার জেনারেলর বলেন, সেই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমে গেছে বলে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন। খবর বিবিসির।
ভারতের একটি জরিপে ৬২ বছর আগে বলা হয়েছিল এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুট, বা ৮ হাজার ৮৪৮ মিটার। এটিই এভারেস্টের সর্বাধিক স্বীকৃত উচ্চতা বলে মানা হয়। তবে চীনের একটি সরকারি রিপোর্ট বলেছে, ২০১৫ সালের ২৫শে এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্প হয়, তার ফলে এভারেস্ট ৩ সেন্টিমিটার দক্ষিণ-পশ্চিমে সরে গেছে।
সার্ভে অব ইন্ডিয়া আজ ঘোষণা করেছে , নেপালের ওই ভূমিকম্পে এভারেস্টের উচ্চতার সত্যি কোন পরিবর্তন হয়েছে কিনা তা তারা দ্বিতীয়বারের মতো মেপে দেখবেন। সার্ভেয়ার জেনারেল স্বর্ণ সুব্বা রাও বলেছেন, নেপাল চীন সীমান্ত এলাকায় অবস্থিত মাউন্ট এভারেস্টে আগামী দু মাসের মধ্যেই এজন্য একটি দল পাঠানো হবে। নেপালের ভুমিকম্পে প্রায় ৯ হাজার লোক নিহত হয়, ক্ষয়ক্ষতি হয় ব্যাপক।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন