ভূমিকম্পের নানা দিক সম্পর্কে জানা গেছে এসব অজানা তথ্য
ভূমিকম্পের পর আতঙ্ক নেমে আসে। বাংলাদেশসহ কয়েকটি দেশ কেঁপে ওঠে ভূমিকম্পে। আজ মঙ্গলবার বেলা ৩.০৯-এর দিকে প্রচণ্ড ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হানার প্রাথমিক খবর পাওয়া গেছে।
অন্তত তিনবার প্রচণ্ড ঝাকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
ঢাকা, সিলেট, রংপুর, সাভার ও কিশোরগঞ্জসহ দেশের বেশিরভাগ জায়গায় এ ভূকম্পন অনুভূত হয়। জানা গেছে, ভূমিকম্পে জামালপুর প্রচণ্ডভাবে কেঁপে উঠে। সেখানকার মেলান্দহ থানার গৃহবধূ হেলালী বেগম জানান, এমন ভূমিকম্প খুব কম দেখেছি।
ভূমিকম্প শুরু হওয়ার সময় দৌড় দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় কাঁপনের চোটে হোঁচট খেয়ে পড়ে যাই।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন