ভূমিকম্পে কাঁপল দেশ, ভবন ছেড়ে রাস্তায় মানুষ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। বেশ কয়েকবার এ ভূকম্পন হয়।
ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকা। ভূ-কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক ৯।
ঢাকার বাইরে ভূমিকম্পের খবর জানাচ্ছেন আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিরা :
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : সাতক্ষীরায় ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন ।বিশেষ করে উচু ভবন থেকে তারা নিরাপদে নেমে আসেন। এ সময় তারা দোয়া-দুরুদ পড়তে থাকেন। অপরদিকে হিন্দু পরিবারের নারীরা উলু ধ্বনি ও শাঁখ বাজাতে থাকেন। জেলার সব এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূকম্পনের সময় কিছুক্ষণের জন্য মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল।
মোস্তাফিজ আমিন, ভৈরব : ভৈরবে ভূমিকম্পের তীব্র কাপনে বহুতল ভবনগুলো কেপে ওঠে। নড়ে ওঠে ঘরের বৈদ্যুতিক পাখাসহ অন্যান্য জিনিসপত্র। এ সময় আতঙ্কগ্রস্ত লোকজন পরিবারের সদস্যদের নিয়ে ভবন ছেড়ে ছোটাছুটি করে বাইরে বের হয়ে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় তীব্র মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক ফায়জুর রহমান জানান, ভূ-কম্পন অনুভূত হয়েছে।তবে কী মাত্রার ভূকম্পন হয়েছে তা জানাতে পারেননি তিনি।
ভূ-কম্পনের ফলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তায় বেড়িয়ে পড়ে।
এ ছাড়া পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন