ভেনেজুয়েলা ম্যাচে নিষিদ্ধ নেইমার
বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। ফলে বার্সেলোনার এই ফরোয়ার্ড দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া এই ম্যাচের ৩৬তম মিনিটে হলুদ কার্ড দেখেন নেইমার। বার্সেলোনার এই ফরোয়ার্ডকে আটকাতে ফাউল করেন বলিভিয়ার আসোগু। নেইমার আগ্রাসী হয়ে অযথা তার সঙ্গে বিবাদে জড়িয়ে হলুদ কার্ড দেখেন।
বিশ্বকাপের বাছাইপর্বে তিন হলুদ কার্ড পাওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
দ্বিতীয়ার্ধে আঘাত পেয়ে মাঠও ছাড়তে হয় নেইমারকে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কনুইয়ের আঘাতে তার ডান চোখের পাশে কেটে গিয়ে রক্ত বের হয়ে যায়। ৬৯তম মিনিটে তাকে তুলে নিয়ে উইলিয়ানকে নামান কোচ তিতে।
বাংলাদেশ সময় আগামী বুধবার ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।
বাছাইপর্বে এর পরের ম্যাচে নিজেদের মাঠে বাংলাদেশ সময় ১১ নভেম্বর ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বলিভিয়ার বিপক্ষে কার্ড পাওয়ায় চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলাটা নিশ্চিত হয়ে গেল নেইমারের। কারণ কার্ডটা ভেনেজুয়েলার বিপক্ষে পেলে আর্জেন্টিনা ম্যাচে নিষিদ্ধ হতেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন