ভেন্যু যেটাই হোক, জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

ওয়ানডেতে বাংলাদেশ বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। বড় দলগুলোকে বলে-কয়ে হারানোর সামর্থ্য অর্জন করেছে লাল-সবুজের দল। গত কয়েক বছরে টাইগারদের উন্নতির গ্রাফটা কিন্তু সে কথাই বলছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সেই কথাটাই মনে করিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রোটিয়াদের হুমকি দিয়ে সাকিব জানান দেন, জয়ের জন্যই মাঠে নামবেন তাঁরা।
কিম্বার্লির ডায়মন্ড ওভালে রোববার প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সীমিত ওভারের এই সিরিজের আগে সুস্থ হয়ে উঠেছেন তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে তাঁকে পাওয়ার আশা করছে মাশরাফি বিন মতুর্জা। এ ছাড়া দলের বাকি ক্রিকেটাররাও ম্যাচের আগে গা গরম করে নেন।
টেস্ট সিরিজটা বাজেভাবে হারার পর ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারাতে চায় বাংলাদেশ। টাইগারদের প্রতিনিধি হয়ে আসা সাকিব আল হাসান বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারব। জয়ের জন্যই মাঠে নামব আমরা। আমাদের বেশ কয়েকজন বিশ্ব মানের তারকা রয়েছে। সবাই মিলিতভাবে ভালো খেললে জয়টা কঠিন হবে না।’
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে সতীর্থ-সমর্থকদের সাবধানও করলেন সাকিব। তিনি বলেন, নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার খুবই শক্তিশালী। তাদের হারানোটা সহজ হবে না এই উইকেট, কন্ডিশনকে তাঁরা ছোট থেকেই চেনে। আমরা আমরা এসেছি মাত্র কয়েকদিন হলো। সেই কারণে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে তো থাকবেই।’
প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব। প্রস্তুতি ম্যাচের ব্যাটিংটা প্রথম ওয়ানডেতে কতটুকু সাহায্য করবে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আগের ম্যাচে যা করেছি, সেটা অতীত। গুরুত্বপূর্ণ হচ্ছে এই ম্যাচে স্কোর করা। অনুশীলন ম্যাচে ভালো করলেন আর মূল ম্যাচে খারাপ খেললেন তাহলে সেটা মূল্যহীন। একজন ব্যাটসম্যান প্রতি ম্যাচে ভালো খেলতে পারবে না। তাই দলের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমার কাজ ইতিবাচকভাবে খেলে যাওয়া। যাতে দলের বাকিদের কাজটা কিছুটা সহজ হয়ে যায়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন