বুধবার, জুলাই ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভেড়ার ভ্রূণে বাংলাদেশের প্রথম সাফল্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি ভেড়ি দুটি শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি ভেড়া ও একটি ভেড়িশাবক। ঘটনাটি সাধারণ মনে হলেও আসলে সাধারণ নয়। ওই মা-ভেড়িতে প্রতিস্থাপন করা হয়েছিল ভ্রূণ।

এটিই বাংলাদেশে প্রথম ঘটনা। আর ভেড়ার ভ্রূণে এটাই বাংলাদেশের প্রথম সাফল্য। গতকাল মঙ্গলবার দুটি শাবকের জন্ম দেয় ওই ভেড়ি।

গবাদি পশুর ভ্রূণ সংরক্ষণ ও স্থানান্তরে সফলতা পেয়েছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের গবেষকরা।

সংশ্লিষ্টরা বলেছেন, প্রক্রিয়াজাতের মাধ্যমে ভেড়ার ভ্রূণ উৎপাদন, সংরক্ষণ, স্থানান্তর এবং বাচ্চা প্রসবের সফলতা বাংলাদেশে এটিই প্রথম।

গবেষণাকাজে ১১টি ভেড়িতে ২২টি হিমায়িত ভ্রূণ এবং চারটি গাভীতে আটটি হিমায়িত ভ্রুণ প্রতিস্থাপন করা হয়। ১১টি ভেড়ির মধ্যে গতকাল মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে একটি ভেড়ি দুটি শাবক প্রসব করে। যার মধ্যে একটি ভেড়া ও একটি ভেড়িশাবক। ওই ভেড়িতে দুটিই হিমায়িত ভ্রূণ প্রতিস্থাপন করা হয়।

বাংলাদেশে মাংস ও দুধের চাহিদা পূরণ এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য গবাদি পশুর জাত উন্নয়নের বিকল্প নেই। তাই স্বল্পতম সময়ে উচ্চগুণসম্পন্ন অধিক সংখ্যক গবাদি পশুর বাচ্চা উৎপাদনের জন্য ২০১৪ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ প্রজেক্টের মাধ্যমে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের গবেষকরা গরু ও ভেড়া নিয়ে কাজ শুরু করেন।

প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা জানান, সাধারণ নিয়মে প্রতিটি ভেড়ি বছরে সর্বোচ্চ চারটির মতো বাচ্চা প্রসব করতে পারে। কিন্তু প্রযুক্তির উৎকর্ষতায় একটি ভেড়ি থেকে ‘সুপার ওভুলেশনের’ মাধ্যমে বছরে ২৫ থেকে ৩০টি ভ্রূণ উৎপাদন করা সম্ভব এবং যার মাধ্যমে প্রথমবার প্রজননেই উন্নত জাতের ভেড়ার শাবক উৎপাদন করা যেতে পারে। এতে করে একজন খামারি অতি অল্পসময়ে গবাদি পশুর জাত উন্নয়ন করতে পারবেন। একটি দীর্ঘমেয়াদি টেকসই প্রজনন কৌশল তৈরির জন্য গবেষক, ব্রিডার ও সমাজ তথা খামারিদের যৌথ প্রয়াস আবশ্যক। তিনি বলেন, ‘সাশ্রয়ী ও টেকসই প্রাণী প্রজনন সহায়ক প্রযুক্তি উদ্ভাবন ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশুর ভ্রূণ উৎপাদন, সংরক্ষণ এবং প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কৃষকের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি।

প্রকল্পের ডিএসপিএম অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী বলেন, ‘দেশে প্রথমবারের মতো এখানে গবাদি পশুর ভ্রূণ সংরক্ষণ ও প্রতিস্থাপন করা হচ্ছে। এতে করে কৃষকরা প্রয়োজনমতো ভ্রূণ সংগ্রহ করে তা প্রতিস্থাপন করে গবাদি পশুর মানসম্মত প্রজনন নিশ্চিত করতে পারবেন।’ এ ছাড়া বাকৃবির ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগে স্থায়ী সিমেন ও ভ্রূণ ব্যাংক তৈরি করা হবে বলে জানান।

প্রকল্পের পিএইচডি ফেলো মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার আশা প্রকাশ করে বলেন, উদ্ভাবিত হিমায়িত ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি গবাদি পশুর খামারে প্রয়োগের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা