ভোকেশনালে বোরকা, পাঞ্জাবী ও টুপি নিষিদ্ধ!

শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পাঞ্জাবি, টুপি ও বোরকা নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অধ্যক্ষ বিপ্লব বিকাশ পার্থ চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। তারা ওই অধ্যক্ষের অপসারণ দাবি করেছে। বিষয়টি জেলা প্রশাসক সমাধানের আশ্বাস দিলেও তা সুরাহা হচ্ছে না।
শরীয়তপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ছাত্র আরিফ হোসেন বলেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পার্থ চৌধুরী আমাদের ছাত্রিদের বোরকা ও ছাত্রদেরকে পাঞ্জাবী, টুপি পড়া নিষিদ্ধ করেছেন। এ কারণে আমরা তার অপসারণের দাবি জানিয়েছি।
শরীয়তপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী বোরকা, টুপি ও পাঞ্জাবী পড়া নিষিদ্ধ করার বিষয়ে অস্বীকার করে বলেন, এ ঘটনা মিথ্য ও বানোয়াট। আমি এ ধরনের কোন ঘোষনা দেইনি। প্রমাণ পেলে আমি শাস্তি নিতে রাজি আছি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে তাৎক্ষনিক সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিচা করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন