ভোগান্তিতে রোগীরাঃ কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বিকল
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি ১৯ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এ কারনে হাসপাতালের বাইরে অবস্থিত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করাতে হচ্ছে রোগীদের। আর এতে করে একদিকে যেমন তারা ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকাও।
হাসপাতাল সুত্রে জানা গেছে, ২০১৪ সালের মার্চ মাসে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্টারলিংক কোম্পানির ওই এক্স-রে মেশিনটি সরবরাহ করে স্বাস্থ্য বিভাগ। এরপর দক্ষ প্রকৌশলীর অভাবে এটি প্রায় ৫ মাস বন্ধ থাকে। ২০১৪ সালে আগষ্ট মাসে প্রকৌশলী আসলে মেশিনটি চালু করা হয়। চালুর দুইমাস পর মেশিনটি প্রথম ত্রুটি দেখা দিলে তা মেরামত করা হয়।
২০১৫ সালের জুন মাসে এটি আবার দ্বিতীয়বারের মত বিকল হয়। তখন ২০১৫ সালের জুলাই মাসে মেরামতের জন্য সংশ্লিষ্ট শাখাকে(নিমিউ) চিঠি দেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। কিন্তুু মেরামতকারীরা এসে জানান, মেশিনটির ভিতরে পানি জমার কারনে কন্ট্রোল বোর্ড নষ্ঠ হয়ে গেছে। এরপর থেকে এভাবেই অচল পড়ে আছে যন্ত্রটি।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গওছুল আজিম চৌধুরী জানান, মেশিনটি বিকল থাকায় গত একবছর যাবৎ সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার লিখিতভাবে জানিয়েছি কিন্তু কোন কাজ হচ্ছেনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সীবিস্তারিত পড়ুন
নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !
এম ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ- নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার সড়কের দুন্দিবাড়িবিস্তারিত পড়ুন
নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহতবিস্তারিত পড়ুন